ঢাকা , বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৪-২৪ ০২:৫৩:২৫
নাটোরে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা নাটোরে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

 
নিজস্ব প্রতিবেদক : 
 
নাটোর জেলার গুরুদাসপুরে ওজন-পরিমাপে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ভ্রাম্যমাণ আদালত।
 
বিএসটিআইয়ের বিভাগীয় পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
 
জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) দুপুরে গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস এর সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
 
অভিযানে জ্বালানি তেল বিক্রির প্যাকড পয়েন্ট উপজেলার নয়াবাজার এলাকায় মেসার্স লামিয়া এন্টারপ্রাইজের মালিককে প্রতি দশ লিটারে পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ৩৬০ মিলিলিটার ও প্রতি দশ লিটারে ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ১৯০ মিলিলিটার তেল কম প্রদান করায় ১০ হাজার টাকা এবং একই অভিযোগে চাঁচকৈড় বাজার এলাকায় মেসার্স নজরুল এন্টারপ্রাইজের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এছাড়া মেয়াদোত্তীর্ণ গুড়া দুধ, ফ্রুট জুস ও কোমলপানীয় সংরক্ষণ করার দায়ে চাঁচকৈড় বাজার এলাকার ধানসিঁড়ি কনফেকশনারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গুরুদাসপুর সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম।
 
এ সময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মিঠুন কবিরাজ উপস্থিত ছিলেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ