ঢাকা , বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মহানগরীর হাইটেক পার্ক এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী সুমন গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৫-০৪-২৪ ০২:১৩:৩২
মহানগরীর হাইটেক পার্ক এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী সুমন গ্রেফতার মহানগরীর হাইটেক পার্ক এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী সুমন গ্রেফতার
 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেট-সহ মোঃ সুমন (২০), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হাইটেক পার্ক সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার মোঃ সুমন, সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুলজারবাগ গুড়িপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে। বুধবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার সুমন নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল-সহ বিভিন্ন ধরণের মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছে। এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ