শার্শার জামতলায় জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-০৪-২৪ ০০:৪৫:১৭
শার্শার জামতলায় জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান, শার্শা প্রতিনিধঃ- যশোরের শার্শার উপজেলার বাগাআঁচড়া ইউনিয়নের জামতলায় জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।
২২শে এপ্রিল মঙ্গলবার বিকালে জামতলা ডি, এস, টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।
বাগাআঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক তবিবর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাওলানা হাবিবুল্লাহ বেলালি বাগাআঁচড়া ইউনিয়নের আমির।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আজিজুর রহমান কেন্দ্রীয় কর্মপরিষধ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী।বিশেষ অথিতী হিসাবে উপস্থিত ছিলেন প্রভাষক মাওলানা হাবিবুর রহমান কর্মপরিষধ সদস্য শার্শা উপজেলা।
আরও উপস্থিত ছিলেন, ফিরোজ আল মাহমুদ কর্মপরিষধ সদস্য শার্শা উপজেলা, এবাদ আলী টেংরা ওয়াডে সভাপতি,যুবপরিষধের সভাপতি রুহুল কুদ্দুস, শ্রমিক কল্যান বিষয়ক সম্পাদক আবু সাইদ, ৯ সামটা ওয়াডের সভাপতি হারুন-অর রশিদ, হাদি উজ্জামান, মারুফ হুসাইন বিপ্লব সহ শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামীর কর্মি ও সমার্থক বিন্দ।
এ সময় প্রধান অথিতীর বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, তাই সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সকলকে বিরামহীন কাজ করার আহবান করেন। তিনি সমাজে জুলুম ও চাঁদাবাজি বন্ধ করতে বিএনপির ভাইদেরকে এক যোগে কাজ করার আহবান করেন। পরিশেষে দোয়া করার মধ্যে দিয়ে অনুসষ্ঠানের সমাপ্তি হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স