নিজস্ব প্রতিবেদক
আজ ২২ এপ্রিল ২০২৫ তারিখে, বাংলাদেশ সরকার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (EDCF) থেকে ৬.২৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের "গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম (GMDSS) এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (IMNS) প্রকল্পের উপর সম্পূরক ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিসেস মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিমব্যাংকের মহাপরিচালক জনাব কিম কিসাং যথাক্রমে বাংলাদেশ সরকার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে জাহাজ চলাচল বিভাগ এই প্রকল্পটি বাস্তবায়ন করবে।
উল্লেখ্য যে, প্রকল্পের ৩৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের মূল ঋণ চুক্তিটি আগে স্বাক্ষরিত হয়েছিল।
এই প্রকল্পের উদ্দেশ্য হল বাতিঘর সহ ৭টি স্থানে উপকূলীয় রেডিও স্টেশন নির্মাণ এবং জাহাজ চলাচল বিভাগের সদর দপ্তর এবং ৭টি উপকূলীয় রেডিও স্টেশন সহ কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে ট্রান্সমিশন লিঙ্ক স্থাপন করা।
১৯৯৩ সাল থেকে, কোরিয়ান সরকারের পক্ষ থেকে, কোরিয়া এক্সিম ব্যাংক বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক উন্নয়ন খাতের প্রকল্পগুলিতে সহজ শর্তে ঋণ প্রদান করে আসছে। ঋণের সুদের হার হবে ০.০১% এবং পরিশোধের সময়কাল হবে ৪০.৫ বছর (১৫.৫ বছরের গ্রেস পিরিয়ড সহ)।