মুলাদী প্রতিনিধিঃ হিজলা উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ আলমের দিন-রাত ব্যাপী অভিযান পরিচালনায় ঘরবন্দি হচ্ছে অসাধু জেলেরা, রক্ষা পচ্ছে ঝাটকা ইলিশ, আটক করা হয়েছে ৯৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল।
এরই ধারাবিহকতায় ২১ এপ্রিল সন্ধা ৭টা থেকে ২২ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ১৬মন ঝাটকা সহ একটি ট্রলার ও ৯৭ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়েছে। হিজলা উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ আলনের নেতৃত্বে যৌথ অভিযানে অংশ গ্রহন করে কোষ্টগার্ড হিজলা এর কন্টিনজেনট কমান্ডার মোঃ হুসনুর জামান সালামি এবং নৌ পুলিশ হিজলা এর অফিসার ইনচার্জ মোঃ অহিদুজ্জামান সহ হিজলা মৎস অফিস সহকারী রাকিব হোসেন। পরবির্ততে আটককৃত ঝাটকা বিভিন্ন এতিমখানা সহ গরিবের মাঝে বিতরণ করা হয়।
এব্যাপারে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, হিজলা উপজলার কোন নদীতে অসাধু জেলেদের ঝাটকা ধরতে দেয়া হবেনা, আমাদের অভিযান অব্যাহত রয়েছে, নদীতে জাকেই অবৈধ জাল সহ পাওয়া যাবে তাদের কাউকেই ছার দেয়া হবেনা।