হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ
করে বিজিবি।
সোমবার (২১ মার্চ) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে আসামী বিহীন এ সব বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র আরো জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করে আসছে বিজিবি । কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমন করে আসছে।
তারই ধারাবাহিকতায় ৩৪ বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পেয়ে অভিযানে নামে। পরবর্তীতে, তথ্য-উপাত্ত বিশ্লেষন শেষে ২১ এপ্রিল ঘুমধুম বিওপি’র একটি বিশেষ অভিযানিক দল জামালের ঘের নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। পরে দুপুরে কাপড়ের ব্যাগ হাতে করে ১ জন ব্যক্তি সামনের দিকে অগ্রসর হলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে।
বিজিবি সদস্যদের উপস্থিতি, টের পেয়ে মাদক চোরাকারবারী কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে সুযোগে জামালের ঘের দিয়ে দ্রুত মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়। অভিযান দল বর্ণিত স্থান তল্লাশী করে মাদক কারবারী’র ফেলে যাওয়া ব্যাগের ভিতরে বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সমর্থ হয়। তবে মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেন, ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম। তিনি এ প্রতিবেদককে বলেন, অভিযান চলমান আছে-থাকবে।