ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ


আপডেট সময় : ২০২৫-০৪-২২ ২১:০৭:৩৭
ভালুকায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ ভালুকায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ

 

 

ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার তাওহিদুল ইসলাম আপন ভালুকা মৌজার ৩৭৩ ও ৩৭৪ নং খতিয়ানে এবং আরওআর ১১৩৭ নং দাগে ৬৫ শতাংশ জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হন। কিন্তু ভুক্তভোগী পরিবার সন্তানের পড়াশুনার জন্য ময়মনসিংহে বসবাস করার সুযোগে স্থানীয় রফিকুল ইসলাম গং ওই জমি জবরদখল করা পায়তারা করে আসছে।

 

ঘটনার দিন (২২ এপ্রিল) সোমবার দুপুরে রফিকুল ইসলাম গংরা তাওহিদুল ইসলাম আপনের জমিতে থাকা আম গাছ কেটে ফেলে এবং স্থানটি পরিষ্কার করে ঘর নির্মানের প্রস্তুতি নেয়। পরে ঘটনা জেনে তাওহিদুল ইসলাম আপনের স্ত্রী সুরাইয়া সালমা মোবাইল ফোনে বিষয়টি জানতে চাইলে রফিকুল ইসলাম গংরা জোরপূর্বক ঘর নির্মান করবে এবং এখানে কেও বাধা দিতে আসলে খুন জখমের হুমকি দেন বলে জানা গেছে।

 

পরে সুরাইয়া সালমা বাদী হয়ে রফিকুল ইসলাম (৫৫), শফিকুল ইসলাম (৪৬), আকরাম হোসেন (৪৩), সখিনা আক্তার (৪৮), মোছাঃ এনি (২৫) ও বদরুল ইসলাম নিলু (৫৮)। কে আসামী করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ