হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ দীর্ঘ দেড় দশক পর বান্দরবানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্টিত হয়েছে ।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে বান্দরবানের স্থানীয় রাজার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা শাখার আমির এসএম আবদুচ ছালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান,চট্টগ্রাম মহানগরী আমির সাবেক জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী মাওলানা মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, অধ্যাপক আহসান উল্লাহ,অধ্যাপক জাফর সাদেক,অধ্যাপক নুরুল আমিন
বক্তারা বলেন, জামায়াত ইসলামী বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল, যার সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। এই দল কখনোই কোনো বিদেশি শক্তির কাছে নত হয়নি এবং কোনো ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করেনি।
তারা আরও বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। জামায়াত একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। বক্তারা বান্দরবানের ৩০০ নম্বর আসনে জামায়াতের প্রার্থী আবুল কালামকে
ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। জামায়াত মানবতার মুক্তির আন্দোলন এবং মানবতার মুক্তির সংগঠন হিসেবে কাজ করছে।
দেশে আবারও ফ্যাসিবাদকে রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আগে, রাজনৈতিক সংস্কার আবশ্যক, না হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে।
জাতীয়তাবাদী ও ধর্মনিরপেক্ষ শাসনের ব্যর্থতা প্রমাণিত। এখন দেশের জনগণ চায় একটি সুখী, সমৃদ্ধ, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ।
ইসলামী কল্যাণরাষ্ট্র বাস্তবায়ন ও বৈষম্যহীন সমাজ গঠনে আল্লাহর আইন ও কোরআনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য।
উপস্থিত, নেতৃবৃন্দ সমাবেশে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও আগ্রহের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বান্দরবানে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।