জমি নিয়ে দুই ভাইয়ের ঝগড়া-প্রাণ গেল বড় ভাইয়ের
আপডেট সময় :
২০২৫-০৪-২০ ০১:৩৩:৪৮
জমি নিয়ে দুই ভাইয়ের ঝগড়া-প্রাণ গেল বড় ভাইয়ের
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে প্রতিপক্ষের ধাওয়ায় প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর সময় মো. আবেদ আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ হিম্মতনগর গ্রামের মৃত সমীর খাঁর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মো. আবেদ আলীর পরিবারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল তারই আপন মেজো ভাই ছাবেদ আলীর পরিবারের। শুক্রবার ওই বিরোধপূর্ণ জমিতে খুঁটি পুতে যায় ছাবেদ আলীর পরিবারের লোকজন। শনিবার ওই খুঁটি পুতে রাখাকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ফের ঝগড়া বাধে। এসময় ছাবেদ আলীর পরিবারের লোকজন আবেদ আলীর বাড়িতে এসে গালি-গালাজ ও ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় আবেদ আলী প্রাণে বাঁচতে বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। পরে প্রতিপক্ষের লোকজন ওই বাড়িতেও হামলা চালায়। পরে সেখান থেকে দৌড়ে আবেদ আলী পালিয়ে যায়। পরে পাশ্ববর্তী পালান্দর গ্রামের একটি রাস্তায় আবেদ আলীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ছাবেদ আলীকে আটক করে।
নিহতের স্ত্রী খোদেজা আক্তার বলেন, আমাদের সাথে ভাশুর ছাবেদ আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। তিনি ওই বিরোধপূর্ণ জমি দখল করতে আসলে ঝগড়া বাধে। এসময় আমার স্বামী বলেন জমি যদি থাকে তাহলে বুঝিয়ে দেয়া হবে। কিন্ত তারা আমাদের কথা না শোনে বাড়িতে হামলা করে। তাদের ধাওয়া খেয়ে পালাতে গিয়েও আমার স্বামী প্রাণে বাঁচতে পারলো না। আমি এর বিচার চাই।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স