বানারীপাড়ায় ইউসুফ আলী মিঞার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বানারীপাড়ায় ইউসুফ আলী মিঞার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
১৮ এপ্রিল (শুক্রবার) অনলাইন নিউজ পোর্টাল আজকের ক্রাইম নিউজ ও সাউথ বাংলা নিউজে “আলাদিনের চেরাগও হার মানিয়েছে বরিশালের বানারীপাড়ার ভূয়া মুক্তিযোদ্ধা মুজিবনগর কর্মচারী ” শিরোণামে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন,বানোয়াট, মনগড়া ও কল্পনাপ্রসূত।
আমার পেশাগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করার ঘৃণ্য প্রয়াসে স্থানীয় স্বার্থান্বেষী কোন কুচক্রি মহল হয়তো সাংবাদিক ভাইকে ভুল বুঝিয়ে ও ভুল তথ্য দিয়ে ওই সংবাদ প্রকাশ করিয়েছে। আমি গোপন করে নয়, আমার প্রকৃত জন্ম তারিখ দিয়েই চাকরি নিয়েছি। দেশের সর্বোচ্চ আদালতের আদেশে সরকার মুজিব নগর সরকারের কর্মচারী হিসেবে আমাকেসহ আনুমানিক প্রায় আড়াইশত জন সাব-রেজিষ্টারসহ প্রায় দুই হাজার জন সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে চাকরিতে নিযুক্ত করেন।
এদের মধ্যে বেশীরভাগ ইতোমধ্যে অবসরে, কেউ কেউ পিআরএলে গিয়েছেন এবং অনেকে এখনও বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। ধন সম্পদের বিষয়ে ডিপার্টমেন্ট ও দুদকসহ বিভিন্ন সংস্থা গত ১৪ বছর ধরে তদন্ত করে আমার বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা না পাওয়ায় নির্দোষী হিসেবে কমিশনের মাধ্যমে এর পরি সমাপ্তি ঘোষণা করেন। আমার অর্জিত সব কিছু আমি বৈধভাবে করেছি।
আমার ভাই-বোনের নামে কিংবা বেনামে আমার কোন ধন-সম্পদ নেই। আমি সর্বোচ্চ আদালতের আদেশে মুজিব নগর সরকারের কর্মচারী হিসেবে সাব রেজিষ্টার পদে চাকরিতে নিযুক্ত হয়ে কর্তব্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালণ শেষে বর্তমানে পিআরএলে রয়েছি। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে তথ্য আদান প্রদানসহ নানা ভাবে যুদ্ধে অংশগ্রহণের বিষয়ে “বয়স” নির্ধারিত ছিলনা। পরবর্তীতে এরশাদ সরকারের সময় ১৩ বছর বয়স নির্ধারণ করা হয়। যেহেতু আমরা দেশের সর্বোচ্চ আদালতের আদেশে নিযুক্ত হয়েছি।
সেহেতু ভূয়া মুক্তিযোদ্ধা ও ভূয়া মুজিবনগর সরকারের কর্মচারী বলা ও লেখা আদালত অবমাননা এবং মানহানীকরের নামান্তর। আমি মিথ্যা অভিযোগের বরাতে প্রকাশিত উক্ত মিথ্যা, মনগড়া, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো. ইউসুফ আলী মিঞা,
সাব-রেজিষ্টার (পিআরএল)
বানারীপাড়া, বরিশাল।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স