ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালিহাতীতে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৪-২০ ০০:০৫:০৫
কালিহাতীতে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত

 

শাহ আলম, টাঙ্গাইল সংবাদদাতা : চলচ্চিত্র নির্মাণের কৌশল, ভাবনা ও বাস্তব প্রয়োগ নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী একটি ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা।
 
গত ১৯ এপ্রিল শনিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এলেঙ্গা বিরতি রিসোর্টের মনোরম পরিবেশে এই কর্মশালার আয়োজন করে এস এফ প্রোডাকশনস - ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ওয়ার্কশপ। কর্মশালায় অংশগ্রহণ করেন কালিহাতী ও  ঘাঁটাইল উপজেলার আশপাশের এলাকার তরুণ-তরুণী ও চলচ্চিত্রপ্রেমীরা।
 
এই বিশেষ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র পরিচালক ও সম্পাদক জাকিউল হক, আন্তর্জাতিক খ্যাতিমান প্রামাণ্যচিত্র নির্মাতা শহিদুজ্জামান বাদল, এবং চলচ্চিত্র নির্মাতা ও সিনেমা ফটোগ্রাফার মীর সামছুল আলম বাবু। তাঁরা চলচ্চিত্র নির্মাণের ধারণা, প্রামাণ্যচিত্র তৈরির পদ্ধতি, স্ক্রিপ্ট লেখা, চিত্রগ্রহণ ও সম্পাদনার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী ও সাংবাদিক শাহ আলম, প্রভাষক আমিরুল ইসলাম, ঘাটাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবক  নাসির উদ্দিন (নাছিম) এবং সমাজসেবিকা ইসরাত জাহান (ঝিনুক )।
 
কর্মশালায় সভাপতিত্ব করেন, বিএসএস অনার্স সমাজকর্ম মো. মেহেদী হাসান,  ও পরিচালনায়  ছিলেন এসএম সোহেব রানা, 
 
 
প্রশিক্ষণ শেষে চারটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এগুলো হলো: “চাইল্ড এডুকেশন”, “নদীর অগ্রসান”, “দ্য ক্রাই অফ ওয়াটার” এবং “ভেস্টেড লাইফ”।
 
এই ডকুমেন্টারিগুলো সামাজিক বাস্তবতা ও জীবনঘনিষ্ঠ নানা চিত্র ফুটিয়ে তোলে, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া জাগায়।
 
সংগঠকরা জানান, ভবিষ্যতে এমন আরও কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে তরুণ প্রজন্ম চলচ্চিত্র ও গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ