রাজশাহী মহানগর তাঁতীলীগ সাবেক সাধারণ সম্পাদক ও ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সহ- গ্রেফতার ২৫
আপডেট সময় :
২০২৫-০৪-১৯ ২৩:২১:২১
রাজশাহী মহানগর তাঁতীলীগ সাবেক সাধারণ সম্পাদক ও ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সহ- গ্রেফতার ২৫
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে মহানগর তাঁতীলীগ ও ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সহ ২৫জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো: মোঃ সাহাবুল ইসলাম কমল (৩২), সে মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত আবুল কালামের ছেলে এবং মতিহার থানা ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ও মোঃ মোকশেদউল আলম ওরফে সুমন (৫০), সে বোয়ালিয়া মডেল থানার মিয়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং মহানগর তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐ ও বিভিন্ন অভিযোগে সাবেক মহানগর তাঁতীলীগ সাধারণ সম্পাদক ও ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও নগর পুলিশের অভিযানে ২৩ জন গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১১ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার সকালে তাদের বিজ্ঞ আদতালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স