ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ দিনের লুটপাট ও দুর্নীতির ছায়া আমাদের শেকড়ে আঘাত করেছে : মিফতাহ্ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৪-১৯ ২৩:১১:০৬
দীর্ঘ দিনের লুটপাট ও দুর্নীতির ছায়া আমাদের শেকড়ে আঘাত করেছে : মিফতাহ্ সিদ্দিকী দীর্ঘ দিনের লুটপাট ও দুর্নীতির ছায়া আমাদের শেকড়ে আঘাত করেছে : মিফতাহ্ সিদ্দিকী



নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আমরা যে দেশটিকে গড়ে তুলতে চেয়েছিলাম, যে সমাজের স্বপ্ন মুক্তিযোদ্ধারা বুকের রক্ত দিয়ে দেখেছিলেন-দুঃখের বিষয়, এখনও আমরা সে স্বপ্ন পূরণে সফল হইনি। যে সমাজ হবে মানবিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন-সেই সমাজ এখনও অনেক দূরে। দীর্ঘ বছর ধরে লুটপাট ও দুর্নীতির ছায়া আমাদের সমাজের শেকড়ে আঘাত করেছে। এর ফলে আমরা শুধু অর্থনৈতিকভাবেই নয়, নৈতিক দিক থেকেও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছি।

শনিবার বিকেলে কেমুসাসের সাহিত্য আসর কক্ষে একটি একটি হলরুমে  শ্রমিক ফেডারেশনের ঈদ পুণর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তবে আমরা হাল ছেড়ে দিতে চাই না। আমরা চাই নতুন প্রজন্মের জন্য একটি সুবিচারভিত্তিক, মানবিক ও সমতা প্রতিষ্ঠিত সমাজ গড়ে তুলতে। যেখানে প্রতিটি মানুষ পাবে তার ন্যায্য অধিকার, পাবে মর্যাদা ও নিরাপত্তা। আসুন, আমরা সবাই মিলে ভালো একটি বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসি।

সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক গাজী মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফেডারেশনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মিফতাহ সিদ্দিকী সকল শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আশাবাদী থাকুন, আমরা যেন আগামীতে এই সমাজটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন- মোঃ ইমরান খান, মোঃ শহিদুল ইসলাম, মাহবুব আলম, মোঃ আমির হোসেন, সাহাদাত হোসেন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ আব্দুর রাজ্জাক রিংকু, সুলতান মাহমুদ চৌধুরী, সৈয়দ হানিফ আহমদ, নুরুল আমিন, জুনের আহমদ, ফয়সাল আহমদ, কুতুবউদ্দিন, ইয়াসিন আহমদ, ফয়েজ আহমেদ প্রমুখ।






 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ