ফেনীতে চীনা-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন
আপডেট সময় :
২০২৫-০৪-১৯ ২২:০৯:৪৪
ফেনীতে চীনা-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন
ফেনী প্রতিনিধি : ফেনীতে চীনা-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন চীনের অর্থায়নে প্রস্তাবিত ১,০০০ শয্যাবিশিষ্ট চীনা-বাংলাদেশ ফ্রেন্ডশীপ মেডিকেল কলেজ ও হাসপাতালটি ফেনীতে স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফেনীর সচেতন নাগরিক সমাজ।
শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নুরুল আমিন খানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা ফেনীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের যৌক্তিকতা ও গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের দিক থেকে ফেনী একটি গুরুত্বপূর্ণ জেলা। এটি বৃহত্তর নোয়াখালীর প্রাণকেন্দ্র এবং এর মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অতিক্রম করেছে। সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে প্রতিদিন আশপাশের জেলার হাজারো মানুষ চিকিৎসা নিতে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ছুটে আসেন। এতে চাপে পড়ে যান হাসপাতাল কর্তৃপক্ষ।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে ফেনীতে একটি মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতালের দাবি করে আসছেন স্থানীয় জনগণ। বারবার আশ্বাস পেলেও বাস্তবায়ন হয়নি। একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ নির্মাণ হলে শুধু ফেনী নয়, আশপাশের নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, কুমিল্লা'র দক্ষিণ অঞ্চল, চট্টগ্রামের উত্তর অঞ্চল, খাগড়াছড়ি, রাঙ্গামাটিসহ কোটি মানুষ আধুনিক চিকিৎসা সুবিধা পাবেন।
বক্তারা অভিযোগ করেন, রেমিট্যান্সসমৃদ্ধ ফেনীতে এখনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা পূর্ণাঙ্গ সরকারিভাবে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ফলে জটিল রোগের চিকিৎসার জন্য চট্টগ্রাম বা ঢাকায় ছুটতে হয়, যা অনেক সময় প্রাণঘাতীও হয়ে ওঠে।
এ সময় বক্তারা ফেনীতে চীনা-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল স্থাপনকে অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী দাবি হিসেবে তুলে ধরেন এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনীর সাধারণ সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ড্যাব ফেনীর সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলাল, জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, খেলাফত মজলিসের জেলা সভাপতি মোজাফফর আহমদ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, ফেনী কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, প্রাইভেট ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল মোতালেব হুমায়ুন, জাতীয় ইমাম সমিতি ও জেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক কমিটির সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, আল হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আলাউদ্দিন নুরী, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমীন রিজভী, ডিবিসি নিউজের প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সময় টিভির সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, সাহিত্য সম্পাদক বকুল আকতার দরিয়া প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স