ফুলবাড়ীতে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-০৪-১৯ ১৫:১৬:২৪
ফুলবাড়ীতে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির আয়োজনে ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকাল ৪টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের মাঠে যৌথসভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জুলফিকার আলী মাস্টারের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মওলানা নবীউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবি ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি,দিনাজপুর ৫ আসনের বিএনপির মনোনায়ন প্রত্যাশি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান।
এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ, খুরশিদ আলম মতি,পৌর বিএনপির সভাপতি, আবুল বাসার,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, নাজমুল হক নাজিম,বাস্তুহারা দলের জেলা সভাপতি, ও ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি, আনোয়ার হোসেনসহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির, অঙ্গসংগঠনের নেতাকর্মীগন, উপস্থিত ছিলেন।
যৌথসভায় প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাক্তিগত আইনজীবি ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান বলেন, শহীদ জিয়ার আদর্শের উপরে আলোচনা করুন, ওনার, উনিশ, দফা বিষয়ে আলোচনা করুন, তারেক রহমানের, একত্রিশ দফা কিভাবে বাস্তবায়ন করা যায়। সেটা নিয়ে আলোচনা করুন। শুধু শোভা নির্ভর রাজনীতি করলে চলবে না। তাহলে আমাদের নেতা একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারবেন না। তৃনমুল নেতৃবৃন্দের সাথে আলোচনায় ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স