ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে দিন দিন কদর বাড়ছে কাঠের তৈরি ফার্নিচারের


আপডেট সময় : ২০২৫-০৪-১৯ ০১:১২:৫০
রায়গঞ্জে দিন দিন কদর বাড়ছে কাঠের তৈরি ফার্নিচারের রায়গঞ্জে দিন দিন কদর বাড়ছে কাঠের তৈরি ফার্নিচারের


 
 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে দিন দিন বাড়ছে কাঠের তৈরি ফার্নিচারের। স্বল্প দাম, উন্নত কাঠ ও বিভিন্ন ডিজাইনের কাঠের তৈরি ফার্নিচারের বাজারজাত করা হচ্ছে। উপজেলার মানুষের কাছে দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। ফলে উপজেলার বিভিন্ন হাট-বাজারের পাশাপাশি গ্রামগঞ্জেও বিক্রি হচ্ছে সমান তালে। তাছাড়া এই ফার্নিচারের কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই।

উপজােলার বেশ কয়েকজন ফার্নিচার কারখানা মালিকের সাথে কথা হলে তারা জানান, এক সময় বাজারে কাঠার তৈরি ফার্নিচারের ব্যাপক প্রচলন ছিল। তারপর বাজারে বিকল্প হিসেবে লোহা, উন্নত মানের প্লাস্টিক  ও স্টীলের ফার্নিচার এলে কাঠের তৈরি ফার্নিচার তৈরি ও বিক্রিতে চরম ধস নামে। এতে করে কাঠের তৈরি ফার্নিচারের কারিগর সহ এ পেশার সাথে জড়িত লোকজন কর্হীন হয়ে পড়ে।

জানা যায়, তখন জীবিকার তাগিদে অনেকেই বিভিন্ন পেশায় চলে যায়। এদিকে বাজারে স্টীল, লোহা, প্লাস্টিক ও পারটেক্সের আসবাবপত্রের চাহিদা দেখে এ উপজেলায় ছোট বড় প্রায় শতাধিক কাঠের ফার্নিচার কারখানা গড়ে উঠেছে। এসব ফার্নিচার খারখানা থেকে উপজেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়ে থাকে।

এছাড়াও, এই উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে বিক্রির উদ্দেশ্য নিয়ে যায় ফার্নিচার দোকানের মালিক বা কারিগরেরা। এসব আসবাবপত্রের মধ্যে রয়েছে আলমারি, টেবিল, চেয়ার, দরজা, জানালা, খাট, টি-টেবিল, আলনা, ব্রেঞ্জ, ডাইনিং টেপবিল সহ অন্যান্য সামগ্রী।

এদিকে, এ সব আসবাবপত্রের  দাম নাগালের বাইরে থাকায় এসব আসবাবপত্র ক্রয় করতে হিমশিম খাচ্ছে উপজেলার সৌখিন মানুষেরা।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ