ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মহানগরীতে অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার; অপহরণ চক্রের ৪ সদস্য র‌্যাবের জালে

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৫-০৪-১৮ ২১:৫২:১১
মহানগরীতে অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার; অপহরণ চক্রের ৪ সদস্য র‌্যাবের জালে মহানগরীতে অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার; অপহরণ চক্রের ৪ সদস্য র‌্যাবের জালে
 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে অপহরণের শিকার কওমী মাদ্রাসার শিক্ষক মোঃ রিফাতুল ইসলামকে (২৫), উদ্ধার-সহ অপহরন চক্রের ৪জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর রাতে মহানগরীর রাজপাড়া থানাধীন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ওই শিক্ষককে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার করে র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ও র‍্যাব-৫, রাজশাহীর একটি যৌথ আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামিরা হলো: মোঃ রবিউল ইসলাম (২৭), মোঃ রুবেল চৌধুরী (২৭), মোঃ নাজমুল হোসাইন (৪২), ও মোঃ নাহিদ মিয়াজ(৩৫)। শুক্রবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গত (৫ এপ্রিল) রাত ৮টায় ঢাকার আশুলিয়া থানাধীন ইউনিক বাসস্ট্যান্ড থেকে তার চাকুরিরত হাজারিবাগ কওমী মাদ্রাসার উদ্দেশ্যে বের হন শিক্ষক। পরে (৭ এপ্রিল) রাত ৮টায় শিক্ষককে অপহরণ করে তার বড় ভাই জুবায়ের মাহমুদ রিকনকে ফোন করে অপহরণকারীরা ১লাখ টাকা মুক্তিপন দাবী করে। শিক্ষকের মা ঝরনা আক্তার, বাধ্য হয়ে শিক্ষকের বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা প্রেরন করেন। পরে আসামিরা আরও ১লাখ টাকা দাবী করে। ওই সময় শিক্ষকের সাথে ফোনে কথা বলে তার ব্যাংক একাউন্টের মাধ্যমে ১ লাখ টাকা প্রেরন করেন।

পরে আসামিগন ভুক্তভোগীর মা ঝরনা আক্তারের নিকট আরও ১লাখ টাকা দাবী করে এবং ছেড়ে দেওয়ার কথা বলে ছেলেকে বাঁচাতে মা ঝরনা আক্তার ৩০হাজার টাকা প্রেরন করেন। তারপরও আসামিগন অপহৃত শিক্ষককে না ছেড়ে আরও ১ লাখ টাকা দাবী করে। তাদের দাবীকৃত টাকা না দিলে শিক্ষককে মারধর সহ খুনের হুমকি প্রদান করে।

এ ঘটনায় শিক্ষকের মা ঝরনা বেগম র‍্যাব-৪ সিপিসি-২, বরাবর একটি অপহরন অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় র‌্যাব যৌথ অভিযান পরিচালনা করে শুক্রবার ভোর রাতে অপহৃত শিক্ষককে উদ্ধার করেন এবং অপহরন চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেন। এ ব্যপারে গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার গ্রেফতার আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে রাজপাড়া থানা পুলিশ।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ