ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী আদালত চত্বর থেকে হাতকড়া সহ পালিয়ে যাওয়া আসামী আরিফ গ্রেফতার 

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৫-০৪-১৮ ২১:৪০:৫৯
রাজশাহী আদালত চত্বর থেকে হাতকড়া সহ পালিয়ে যাওয়া আসামী আরিফ গ্রেফতার  রাজশাহী আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামী আরিফ গ্রেফতার 


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া অভয়ের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি মোঃ আরিফ (২৫), সে মহানগরীর শাহমখদুম থানার ফুদকিপাড়া খিরসিন এলাকার মোঃ জাকিরের ছেলে।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ থেকে হাজিরা শেষে ফেরার সময় হাতকড়া-সহ পালিয়ে যায় আসামি আরিফ। ঘটনার পরপরই আরএমপি পুলিশ পলাতক আসামিকে গ্রেফতারের জন্য নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে এবং বিভিন্ন থানার টহল টিমকে সতর্ক করে দেয়। এদিন রাত ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া অভয়ের মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফকে গ্রেফতার করে। গ্রেফতার আসামী আরিফের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ