নিজস্ব প্রতিবেদক
দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি আজ রাজধানীতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে আদাবর থানার মনসুরাবাদ এলাকা ও পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ শেষে এক পথসভায় এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, আদাবর থানা জামায়াতের আমীর আল আমিন সবুজ, নায়েবে আমীর হাসান আব্দুল্লাহ সাকিব, সহকারী সেক্রেটারি ইমরান হাসান তারিফ, মুনসুরাবাদ ওয়ার্ডের সম্মানিত সভাপতি গোলাম মোস্তফা ও পিসিকালসার ওয়ার্ড সভাপতি আবুল বাশার প্রমূখ।
ড. রেজাউল করিম বলেন, জামায়াত একটি গণমুখী ও আদর্শবাদী রাঝনৈতিক সংগঠন। আমরা গণমানুষের মুক্তি ও কল্যাণের জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জামায়াত কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। মূলত, দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত না থাকায় মানুষ আজ অধিকার বঞ্চিত। দেশে সুশাসন নেই। আর মানবরচিত জীবন বিধান দিয়ে মানুষের মুক্তি ও কল্যাণ সম্ভব নয়। তাই মানবজীবনের সকল সমস্যার সমাধান ও দেশে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের সকলকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। আর মানুষকে সে একদফায় ঐক্য করার জন্য জামায়াত প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের এ প্রচেষ্টা সফল হলে রাষ্ট্রই সকল মানুষের সার্বিক নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, স্বৈরাচারি ও ফ্যাসীবাদী আওয়ামী বাকশালী সরকারের পতন হলেও তারা এখনো নানাভাবে সক্রিয় ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন রূপ ও বেশ ধরে নতুন আঙ্গিকে ফিরে আসার চক্রান্ত চালাচ্ছে। তারা অর্জিত বিজয়কে নস্যাৎ ও বিপ্লবী সরকারকে ব্যর্থ করার জন্য গভীর চক্রান্তে মেতে উঠেছে। কিন্তু স্বাধীনচেতা ও আত্মসচেতন জনগণ তাদের এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। অর্জিত বিজয়কে অর্থবহ ও টেকসই করতে বৃহত্তর জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
শাহ আলীতে দাওয়াতি ক্যাম্প
গণসংযোগ পক্ষ উপলক্ষে শাহ্আলী থানা জামায়াতের উদ্যোগে এক দাওয়াতী ক্যাম্প পরিচালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও শাহ্আলী থানা আমীর জি এম হাফিজুর রহমান, সেক্রেটারী রেজাউল কবির, থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন প্রমূখ।
মগবাজার চৌরাস্তায় দাওয়াতি সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল পশ্চিম শাখার উদ্যোগে এক দাওয়াতি সমাবেশ মগবাজার চৌরাস্তায় আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। থানা আমীর ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি রাশেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার- মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকার, বক্তব্য রাখেন থানা জামায়াতের নায়েবে আমীর নুরুল ইসলাম আকন্দ, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম মাওলা, আকতার হোসেন, শামীম হোসাইন, শিবির সভাপতি সাজ্জাদ হোসেন শিহাব।