ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যেখানে সেখানে অবৈধ দোকানপাটে মহাখালীর রাস্তায় বিশৃঙ্খলা, ভোগান্তিতে পথচারীরা


আপডেট সময় : ২০২৫-০৪-১৮ ১৫:২৯:২৩
যেখানে সেখানে অবৈধ দোকানপাটে মহাখালীর রাস্তায় বিশৃঙ্খলা, ভোগান্তিতে পথচারীরা যেখানে সেখানে অবৈধ দোকানপাটে মহাখালীর রাস্তায় বিশৃঙ্খলা, ভোগান্তিতে পথচারীরা

 
 
শিল্পী আক্তার, ঢাকা : রাজধানীর মহাখালীতে ফুটপাতগুলোতে বসছে অস্থায়ী দোকানপাট। কোনো কোনো স্থানে সড়কেও অস্থায়ী দোকানপাট বসানো হয়। ফলে সড়কে তীব্র যানজট লাগে। এতে পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাদের অভিযোগ কর্তৃপক্ষের তদারকি না থাকায় ব্যবসায়ীরা এমন সুযোগ নিচ্ছেন।
 
সরেজমিনে দেখা গেছে, মহাখালী কাঁচা বাজার এলাকায় ফুটপাত দখল করে জুতা, কাপড়, মোবাইল এ্যাসোসোরিস এর দোকান বসেছে। কিছুদিন আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে উচ্ছেদ করলেও এখন আবার আগের মতো দখলে চলে গেছে।
 
মহাখালী ওয়্যারলেস গেইট মোড়, টিএন্ডটি স্কুল রোড থেকে বেলতলী পর্যন্ত, আমতলীতে আনবিক শক্তি কমিশন কোয়ার্টার রোড, টিবি গেট ক্যান্সার হাসপাতাল রোড এলাকার ফুটপাত ব্যবসায়ীদের দখলে। শুধু ফুটপাত নয় রাস্তাও দখলে। ওয়্যারলেস গেইট মোড়ে পথচারীদের বিশ্রামের জায়গাও চা দোকানদারের দখলে। ফুটপাত দখল হয়ে পথচারীদের হেঁটে যাওয়ার যায়গাও ফাঁকা নেই! এছাড়া ওয়্যারলেস গেইট মোড় দিয়ে টিএন্ডটি স্কুল রোড প্রবেশ মুখের ফুটপাত দখল করে ভ্যান স্ট্যান্ড বানানো হয়েছে বছর বছর ধরে।
 
পথচারী আবুল কালাম বলেন, ‘বর্তমানে পথে চলাচল কষ্টকর হয়ে গেছে। ব্যবসায়ীরা দিন দিন সড়কটাই দখল করে নিচ্ছেন। এতে সবাই ভোগান্তির শিকার হচ্ছেন। জনগণের সুবিধার্থে এগুলো উচ্ছেদ করে চলাচলের জন্য উপযোগী করা হোক।’
 
মহাখালী ক্যান্সার হাসপাতালে নরসিংদী থেকে আসা সুজন মিয়া বলেন, ‘অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে এসেছি। কয়দিন যাবৎ এ রাস্তা দিয়ে চলাচল করি। রাস্তার দু’পাশে ভয়াবহভাবে ফলের দোকান ও চা দোকানের দখলে। হাঁটাচলা করতে অসুবিধা হয়। এ যেন দেখার কেউ নেই। দোকানদারদের ব্যবহার খুব খারাপ।’
 
টিএন্ডটি স্কুল পড়ুয়া শিক্ষার্থীর অভিভাবক রোজিনা আক্তার বলেন, ‘প্রতিদিন সকাল-দুপুর টিএন্ডটি স্কুল রোডে তীব্র যানজট লাগে। দোকানপাট বসানোর কারণে হেঁটে যাওয়ারও উপায় থাকে না। মাঝে মাঝে রিকশা গুলো গায়ে লাগিয়ে দেয়।’
 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, তারা এভাবেই ব্যবসা করে আসছেন। সিটি করপোরেশন ও জেলা প্রশাসন এ বিষয়ে তাদের কখনো কিছু বলেনি। অথচ স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী, রাস্তা বা ফুটপাত দখল করে কেউ কোনো জিনিস বা পণ্য রাখলে তা বাজেয়াপ্ত করা ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জরিমানা করার বিধান রয়েছে।
 
মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ এর সভাপতি মহাখালীর বাসিন্দা আলী হায়দার বলেন, ‘শুধু সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতায় ফুটপাত দখল হয়েছে। এই জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে সচেতন নাগরিকদের এগিয়ে আসা প্রয়োজন।’
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ