ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ ০৫ জন মাদক কারবারিকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে র‍্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৪-১৮ ০১:৩১:০৭
অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ ০৫ জন মাদক কারবারিকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে র‍্যাব। অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ ০৫ জন মাদক কারবারিকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে র‍্যাব।


নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য ৯৭ বোতল ফেনসিডিল সহ ০৫ জন মাদক কারবারিকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৬১ জন, আরসা সদস্য-১৫ জন, হত্যা মামলায় ৮৬ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৪৫ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ০৮ জন গ্রেফতারসহ ৮২ টি অস্ত্র, ১২৭৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২৪৪ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‌্যাব-১১। পাশাপাশি ৪১ জন অপহরণকারী গ্রেফতারসহ ৩৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৫৩ জন, জেল পলাতক ৩৫ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২৫১ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ১৭ এপ্রিল, ২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার রাত্রি ০৩:০০ ঘটিকায় নারায়ণগঞ্জের বন্দর থানার রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ৯৭ বোতল ফেনসিডিল সহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছেন। এই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেন।

আটককৃতরা হলো: ১। মোঃ আমির (৩৭), পিতা-মৃত মেছের আলী সরদার, সাং-একরামপুর, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ আকবর হোসেন (৩১), (জব্দকৃত পিকআপ ভ্যানের হেলপার), পিতা-মোঃ আজাদ, সাং-জগন্নাথপুর, থানা-কোতোয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৩। মোঃ জিয়ান (১৯) (জব্দকৃত পিকআপ ভ্যানের ড্রাইভার), পিতা-হোসাইন, সাং-কাসেরাপট্টি, থানা-কোতোয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৪। মোঃ আরিফ (৩৮), পিতা- ইদ্রিস আলী, সাং-হরিণচৈত্রি, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, ৫। হানিফ হোসেন (৩৫), পিতা-শফিকুল ইসলাম, সাং-দারোরা, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগণ পরস্পর যোগসাজশে জব্দকৃত পিকআপ ভ্যানে করে কুমিল্লা থেকে একটি বিশেষ কৌশলে করে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ৯৭ বোতল ফেনসিডিল আনায়ন করে নিজেদের হেফাজতে রেখেছিল। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব ১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল উক্ত অভিযুক্তদেরকে বর্ণিত আলামতসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ