ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিরাজগঞ্জে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৪-১৮ ০০:২৪:৫৬
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিরাজগঞ্জে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিরাজগঞ্জে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত



মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জঃ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিরাজগঞ্জে আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর শহরের আদালত চত্বরে আব্দুল্লাহ আল মাহমুদ বার লাইব্রেরী (৩য় তলা জেলা আইনজীবী সমিতি ভবন) 
 হল রুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিরাজগঞ্জ জেলা ইউনিটের সহ- সভাপতি এ্যাড. কে.এম রায়হান উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিরাজগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাড, হামিদুল ইসলাম দুলাল, 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এ্যাড.পারভেজ তৌফিক জাহেদী। 

মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম মহাসচিব এ্যাড. মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য- এ্যাড.মোঃ জিয়াউর রহমান,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,কেন্দ্রীয় নির্বাহী কমিটি দপ্তর সম্পাদক,ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ভারপ্রাপ্ত সম্পাদক, বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন জেলা আইনজীবী সমিতি, সিরাজগঞ্জ ও পাবলিক প্রসিকিউটর, সিরাজগঞ্জ সভাপতি শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার), স্থানীয় আইনজীবীগণ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভা নেতৃবৃন্দ তাদের  বক্তব্যে বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী পন্থী আইনজীবীরা ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগের দাগি সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্ত করেছে। এদের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে। এছাড়া সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হবে। আহ্বায়ক কমিটির প্রার্থীদের ফরম সংগ্রহ করার জন্য আহবান।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ