“মুন্সিগঞ্জে স্ত্রীকে খুন করে ০৩ সন্তান নিয়ে স্বামী উধাও’’ র্যাব-১১ এর অভিযানে আসামী গ্রেফতার।
“মুন্সিগঞ্জে স্ত্রীকে খুন করে ০৩ সন্তান নিয়ে স্বামী উধাও’’ র্যাব-১১ এর অভিযানে আসামী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৬০ জন, আরসা সদস্য-১৫ জন, হত্যা মামলায় ৮৪ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৪৫ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ০৮ জন গ্রেফতারসহ ৮২ টি অস্ত্র, ১২৭৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২৪৪ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১।
পাশাপাশি ৪৩ জন অপহরণকারী গ্রেফতারসহ ৩১ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৫৩ জন, জেল পলাতক ৩৫ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২৫০ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ০৬ এপ্রিল ২০২৫ তারিখ মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানাধীন বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও সাকিনস্থ জনৈক হানিফ মাল (৩৮), পিতা- মৃত মফিজ মাল এর বসত বাড়িতে একটি হত্যা এর ঘটনা ঘটে। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিম এর পিতা বাদী হয়ে টংগিবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-০৫, তারিখ- ০৭ এপ্রিল ২০২৫ ইং ধারা- ৩০২ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার সাথে জড়িত আসামীকে দ্রæত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
ঘটনা সূত্র ও এজাহার পর্যালোচনায় জানা যায় যে, গত ০২/০৪/২০২৫ ইং তারিখ হতে আসামী রুবেল লস্কর (৪৫) এবং তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে টংগিবাড়ী থানাধীন বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও সাকিনস্থ’ জনৈক হানিফ মাল (৩৮), পিতা- মৃত মফিজ মাল এর ভাড়াটিয়া হিসাবে উঠে। উক্ত বাসায় উঠার পর হতে প্রতিনিয়ত পারিবারিক বিষয়াদি সহ বিভিন্ন বিষয় নিয়ে উক্ত বিবাদী রুবেল লস্কর তার স্ত্রী মাহমুদা বেগম (৩৮) এর সাথে ঝগড়া-বিবাদে প্রতিনিয়ত লিপ্ত থাকত এবং তার স্ত্রীকে মারধর করত। ভিকটিম মাহমুদা একাধিক বার মোবাইল ফোনে তার বাবাকে বিষয়টি জানায়।
উক্ত ঘটনার ধারাবাহিকতায় ইং- ০৬/০৪/২০২৫ খ্রিঃ তারিখ, সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় ভিকটিম মোবাইল ফোনে তার বাবাকে জানায় যে, বিবাদী রুবেল লস্কর পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমকে মারধর করছে। উক্ত ঘটনার পর ভিকটিম মাহমুদা বেগম এর সাথে তার বাবার আর কোন যোগাযোগ হয় নায়। পরবর্তীতে ০৬/০৪/২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ২১.০০ ঘটিকার সময় স্থানীয় মেম্বার নুরুল ইসলাম এর মাধ্যমে ভিকটিমের বাবা সংবাদপ্রাপ্ত হন যে, ভিকটিম মাহমুদা বেগম (৩৮) এর মৃতদেহ নয়াগাঁও সাকিনস্থ তাহার ভাড়া রুমের ভিতর পাওয়া গেছে। ভিকটিমের বাবা সংবাদ পেয়ে তাৎক্ষণিক উক্ত বিবাদী রুবেল লস্কর এর মোবাইল নাম্বার ০১৯০৬৯৯৪৮৫৫ তে যোগাযোগ করলে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।
তখন ভিকটিমের বাবা টংগিবাড়ী থানাধীন বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও সাকিনস্থ ভিকটিমের ভাড়া বাসায় উপস্থিত হয়ে বাড়ীর মালিক হানিফ মাল, অন্যান্য ভাড়াটিয়া সহ আশপাশের লোকজনদের নিকট হতে জানতে পারে যে, উক্ত ভাড়া বাসায় বাদীর মেয়ে ও মেয়ের সন্তানদের নিয়া উক্ত বিবাদী রুবেল লস্কর ভাড়াটিয়া বাসায় উঠার পর হতে প্রায় সময় কারনে-অকারনে ভিকটিমকে মারধর করত।
ইং- ০৬/০৪/২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৯.৪৫ ঘটিকার সময় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদী রুবেল লস্কর ভিকটিমকে মারধর করে। পরবর্তীতে একই তারিখ বেলা অনুমান ১২.৩০ ঘটিকার সময় বিবাদী রুবেল লস্কর ভাড়া রুমের দরজার বাহির হতে ছিটকিনি লাগিয়ে ভিকটিমের সন্তানদের নিয়ে বের হয়ে যায়। তখন থেকে একই তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৩০ ঘটিকা পর্যন্ত ভিকটিম মাহমুদা বেগমের নয়াগাঁও সাকিনস্থ ভাড়া রুমের দরজার ছিটকিনি একটানা বন্ধ থাকা সহ উক্ত রুম হতে কাউকে বের হতে বা ঢুকতে না দেখায় ভিকটিমের ভাড়াটিয়া বাড়ীর অন্যান্য ভাড়াটিয়া সহ আশপাশের লোকজনদের সন্দেহ হওয়ায় বিষয়টি বাড়ীর মালিক সহ স্থানীয় মেম্বার আঃ কুদ্দুছ সাহেবকে জানালে তারা উপস্থিত হয়ে উপস্থিত লোকজনদের সামনে রুমের ছিটকিনি খুলে ভিতরে খাটের উপর ভিকটিম (মাহমুদা বেগম)’ কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার বিষয়ে টংগিবাড়ী থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ভিকটিমের ভাড়া বাসায় উপস্থিত হয়ে ভিকটিম এর মৃতদেহ রুমের খাটের উপর তার গলায় কালচে দাগ অবস্থায় পেয়ে উপস্থিত লোকজনদের সম্মুখে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
উক্ত ঘটনায় নিহতের পিতা কারী গাউছ ঘরামী (৬২), পিতা- মৃত মোসলেম ঘরামী বাদী হয়ে মুন্সিগঞ্জের টংগীবাড়ি থানায় তার মেয়ের জামাই রুবেল লস্কর (৪৫)’ কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ- ০৭ এপ্রিল ২০২৫ ইং ধারা- ৩০২ পেনাল কোড ১৮৬০। মামলাটি রুজু হওয়ার পর থেকে পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ছায়া তদন্ত শুরু করে।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে জড়িত আসামী রুবেল লস্কর (৪৫), পিতা- ফজল লস্কর, সাং- মহিষমারি (নলছিটি), ইউনিয়ন- কদমবাড়ি, থানা- রাজৈর, জেলা- মাদারীপুর, এ/পি সাং- নয়াগাঁও (হানিফ মাল, পিতা- মৃত মফিজ মাল এর বাড়ীর ভাড়াটিয়া), ইউনিয়ন:- বালিগাঁও, থানা- টংগিবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ’কে মাদারীপুর জেলার সদর থানাধীন ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে অদ্য ইং ১৬ এপ্রিল ২০২৫ তারিখ ১৩.৩৫ ঘটিকায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এর যৌথ আভিযানিক দল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স