টাঙ্গাইলের সখীপুরে ধানক্ষেত থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
আপডেট সময় :
২০২৫-০৪-১৭ ২১:১৭:৫৩
টাঙ্গাইলের সখীপুরে ধানক্ষেত থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ধানক্ষেত থেকে আমিনা বেগম (৪৫) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমিনা বেগম ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রাতে খাওয়া-দাওয়া শেষে আমিনা বেগম তার স্বামীর সাথে কথা বলতে ঘরের বাইরে বের হন। পরে দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে ধানক্ষেতে তার মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স