চন্দ্রকোনায় ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের কলম ও অভিভাবকদের মাঝে স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানির বোতল বিতরণ।
আপডেট সময় :
২০২৫-০৪-১৭ ১৯:৪৭:০৬
চন্দ্রকোনায় ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের কলম ও অভিভাবকদের মাঝে স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানির বোতল বিতরণ।
শাহিন ইসলাম, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সকল এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে কলম, এবং সকল অভিভাবকদের মাঝে স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানির বোতল বিতরণ করেছে ৯নং চন্দ্রকোনা ইউনিয়ন ছাত্রদল।
জানা যায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে চন্দ্রকোনা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়, কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়, কাজাইকাটা উচ্চ বিদ্যালয়, চরমধুয়া আদর্শ বিদ্যানিকেতন, নারায়নখোলা উচ্চ বিদ্যালয়, ও চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে কলম ও তাদের সঙ্গে থাকা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানির বোতল, খাবার স্যালাইন বিতরন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চন্দ্রকোনার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল মোতালেব লায়ন, সহ-সভাপতি নিশাত ফরাজী, সাধারণ সম্পাদক রেজাউল করিম আসাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, ছাত্রদল সবসময় ছাত্রসমাজের পাশে থাকতে চায়। ভবিষ্যতের কর্ণধার এই পরীক্ষার্থীদের সাহস যোগানো ও তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এ আয়োজন।
তারা আরও বলেন, শুধু রাজনৈতিক কর্মকান্ড নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। পথচলার শুরু থেকে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সহযোগিতা এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট নেতারা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স