নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা হতে ম্যাগাজিনসহ ০১ (এক) টি বিদেশি পিস্তল এবং ০৯ (নয়) রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-২।
''বাংলাদেশ আমার অহংকার'' এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এছাড়াও, বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা হতে গত ১৫ এপ্রিল ২০২৫ইং তারিখ রাতে ম্যাগাজিনসহ ০১ (এক) টি বিদেশি পিস্তল এবং ০৯ (নয়) রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-২।
অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গত ১৫/০৪/২০২৫ ইং তারিখ রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে ম্যাগাজিনসহ ০১ (এক) টি বিদেশি পিস্তল এবং ০৯ (নয়) রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। র্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।