ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন ভাইয়ের মুখের দাড়ি ছিঁড়ে ফেলে বড় ভাই


আপডেট সময় : ২০২৫-০৪-১৬ ১৯:৪৬:২৩
কাউখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন ভাইয়ের মুখের দাড়ি ছিঁড়ে ফেলে বড় ভাই কাউখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন ভাইয়ের মুখের দাড়ি ছিঁড়ে ফেলে বড় ভাই

 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। 
 
 কাউখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন ভাইয়ের মুখের দাড়ি ছিঁড়ে ফেলার অভিযোগে মামলা হয়েছে।

জানা গেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবরী গ্রামের মৃত্যু হামিদ শেখের দুই ছেলে নুরুল আমিন (৬০) ও নজরুল ইসলাম (৫৬) ভিতর দীর্ঘদিন যাবত জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে। স্থানীয় গণ্যমান্য ও জনপ্রতিনিধিরা বহুবার মীমাংসা চেষ্টা করেও ব্যর্থ হয়।

হামিদ শেখের ছোট ছেলে নজরুল ইসলাম জানান, তাদের বাড়ির ভিতরে প্রবেশের রাস্তায় বেড়া দিয়ে রাখে তার আপন বড় ভাই নুরুল আমিন। যার ফলে চলাচলে বিঘ্ন ঘটে।

এ বিষয়ে ১৫ এপ্রিল মঙ্গলবার রাতে তার ভাইকে বেড়া তুলে নেওয়ার কথা বললে প্রথমে তর্ক বিতর্কের একপর্যায়ে বড় ভাই নুরুল আমিন ও তার স্ত্রী শাহিনুর বেগম ছোট ভাই নজরুল ইসলামের উপর চড়াও হয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে ইসলামিক শরিয়া মোতাবেক রাখা সুন্নতি মুখের দাড়ি ছিড়ে ফেল। 
এ ব্যাপারে নজরুল ইসলাম বাদী হয়ে কাউখালী থানায় বুধবার ১৬ এপ্রিল মামলা দায়ের করে। 

 
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, থানায় মামলা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আসামি নুরুল আমিনকে গ্রেফতার করে পিরোজপুর কোটে প্রেরণ করা হয়েছে। 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ