গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচিত চাঞ্চল্যকর সংঘবদ্ধ ডাকাতির সাথে সম্পৃক্ত ১ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব
আপডেট সময় :
২০২৫-০৪-১৬ ১৯:২৪:৫৯
গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচিত চাঞ্চল্যকর সংঘবদ্ধ ডাকাতির সাথে সম্পৃক্ত ১ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচিত চাঞ্চল্যকর সংঘবদ্ধ ডাকাতির সাথে সম্পৃক্ত ১ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব ৬।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), এলিট ফোর্স হিসেবে অত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে।
মামলার এজাহার পর্যালোচনায় দেখা যায় যে, ভিকটিম মোঃ রইস উদ্দিন (৪৯), পিতা-মোঃ আব্দুল হক শেখ, সাং- গোলাবাড়িয়া, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ একজন ফিস ফিডের ব্যবসায়ী। গত ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ০৩.৪০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত প্রথমে রামদা, হাসুয়া, বন্দুক, ছুরি ইত্যাদি নিয়ে ভিকটিমের বসত বাড়ীর নিচ তলার গ্রীল কেটে একজন ভাড়াটিয়ার ঘরে প্রবেশ করে ভাড়াটিয়াকে অস্ত্র দিয়ে জিম্মি করে। তার কিছুক্ষণ পরে ৪/৫ জন ডাকাত কৌশলে ভিকটিমের বসত ঘরের দোতালার উত্তর পাশের খোলা বেলকুনীতে উঠে দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে অস্ত্র দিয়ে ভিকিটিমের পরিবারের সদ্যদের খুন করার হুমকি দিয়ে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ঘরের আলমারীর চাবি নিয়ে নেয়। পরবর্তীতে, আলমারীতে থাকা নগদ টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার সহ ঘরে থাকা অন্যান্য মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম অজ্ঞাতনামাদের আসামি করে মুকসুদপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিএসসি ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ১৫ এপ্রিল ২০২৫ রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন তেতুলতলায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে উক্ত মামলার আসামি ১। মোঃ শরিফুল ইসলাম সজল (২৫), পিতা- মোঃ হাতেম আলী মন্ডল, মাতা-মোসাঃ আলেয়া বেগম, সাং- পিরোজপুর, পোষ্ট-১২ বাজার, থানা- কালিগঞ্জ, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। তাছাড়া, উক্ত ডাকাতির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স