ক্যাম্পাস প্রতিনিধি:
কুয়েটে নির্দোষ ও অজ্ঞাতনামা শিক্ষার্থীদের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার ও সুনির্দিষ্ট হামলাকারীদের বিচারের দাবি -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
গতকাল (১৪ এপ্রিল) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এ ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় নির্দোষ শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার ও সুনির্দিষ্ট হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আজ (১৫ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মাদ আবু বকর ও সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মাদ আলাউদ্দিন এ প্রতিক্রিয়া জানান।
নেতৃবৃন্দ বলেন, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ একটি বর্বরোচিত হামলার ঘটনা দেশবাসীর কাছে পরিলক্ষিত হয়েছে। কুয়েট এর শিক্ষার্থীদের উপর একটি সন্ত্রাসী সংগঠন ক্যাম্পাস বহির্ভূত কর্মীদের মাধ্যমে একটি পৈশাচিক হামলা চালিয়েছিলো। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং গতকাল (১৪ এপ্রিল) কুয়েট কর্তৃপক্ষ কিছু নির্দোষ ও অজ্ঞাতনামা শিক্ষার্থীদের বহিষ্কার ঘোষণা করে। যেটি উক্ত ঘটনায় নির্দোষ ও অজ্ঞাতনামা শিক্ষার্থীদের উপর একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
নেতৃবৃন্দ আরো বলেন, কুয়েট ক্যাম্পাসে একটি সন্ত্রাসী সংগঠন এর বহিরাগত কর্মীরা এসে হামলা করায় এবং এর পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের উপর এই মামলার ধামাচাপা দেয়া কুয়েট ভিসির ব্যর্থতার পরিচয়। অবিলম্বে কুয়েটের নির্দোষ আহত শিক্ষার্থীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি অতিসত্বর সকলপ্রকার একাডেমিক কার্যক্রম শুরু করে দিয়ে হলগুলো খোলার ব্যবস্থা করতে হবে।