লালমনিরহাট জেলার আদিতমারি থানা এলাকা হতে ১৮৩ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
লালমনিরহাট জেলার আদিতমারি থানা এলাকা হতে ১৮৩ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাট জেলার আদিতমারি থানা এলাকা হতে ১৮৩ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ১৫/০৪/২০২৫ তারিখ আনুমানিক রাত ০২.৩০ ঘটিকার সময় র্যাব-১৩, সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন ১নং দূর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ দূর্গাপুর বাজারে ধৃত আসামীর বসত বাড়ির সদর দরজার সামনে কাঁচা রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে ধৃত আসামীর ব্যাবহৃত মোটরসাইকেল তল্লাশী করে ১৮৩ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোটরসাইকেল জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ মিরন ব্যাপারি @ চৌধুরী (৩১), পিতা-মৃত মহাসিন আলী, মাতা-মর্জিনা বেগম, সাং-১নং দূর্গাপুর ইউপি, ৩নং ওয়ার্ড, থানা-আদিতমারি, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করে।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স