ঢাকা , বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বনার্ঢ্য আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ ১৪৩২


আপডেট সময় : ২০২৫-০৪-১৫ ১৫:২৬:২৬
সিরাজগঞ্জে বনার্ঢ্য আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ ১৪৩২ সিরাজগঞ্জে বনার্ঢ্য আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ ১৪৩২




মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জঃ আজ বিশ্বব্যাপী সব বাঙালির মৈত্রী, সম্প্রীতি ও চেতনার ঐক্যসূত্রের জাগরণের দিন বাংলা নববর্ষ ১লা বৈশাখ। জাগতিক নিয়মের পথ পরিক্রমায় বছর শেষে আমাদের মধ্যে আবার এসেছে নতুন বছর । নতুন বছর সকলের জীবনে শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনুক।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯.২০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এর আয়োজনে শুভ নববর্ষ ১৪৩২ উপলক্ষে একটি বনাঢ্য শোভাযাত্রা শুরু হয়, শোভাযাত্রাটি মুজিব সড়ক, এসএস রোড, বাজার স্টেশন হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটতলায় এসে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। 

উক্ত শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বড়মান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জেলা পরিষদের প্রশাসক মো: কামরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুসহ প্রমূখ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান গন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পুলিশের উর্ধবতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ