স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের নববর্ষ উদযাপন
আপডেট সময় :
২০২৫-০৪-১৪ ২৩:৩৮:৫৬
স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের নববর্ষ উদযাপন
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে পহেলা বৈশাখে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের মাধ্যমে নববর্ষ উদযাপন করেছে উপজেলা বিএনপি। সোমবার (১৪ এপ্রিল) উপজেলার গৌরীপুর পৌর শহর থেকে কলতাপাড়া সড়কের পাশে সতিষা মহল্লার গুজিখাঁ ক্বেরামতিয়া দানবাক্স থেকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সংযোগ সড়কের রামগোপালপুর মধ্যপাড়া রাস্তার অর্ধকিলোমিটার কাঁচা রাস্তায় মাটি কেটে সংস্কার করা হয়েছে।
জানা গেছে, দুই পাশে পাকা সড়ক থাকলেও মাঝখানে অর্ধকিলোমিটার কাঁচা রাস্তা। এই রাস্তাটি দিয়ে ১০-১২টি গ্রামের ৮-১০ হাজার মানুষ চলাচল করে। সড়কটি হয়ে শুকনো মওসুমে কোনরকম চলাচল করা গেলেও বর্ষাকালে ওই কাঁচা অংশের সড়কটুকু কাদা-পানিতে একাকার হয়ে যেত। এতে চরম দুর্ভোগে পরতে হতো স্কুল-কলেজের শিক্ষার্থী সহ এলাকাবাসীকে। কাঁচা সড়কটি পাকাকরণের জন্য গ্রামের বাসিন্দরা দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলো। কিন্ত তাদের দাবি পূরণ হয়নি। পরে বিষয়টি জানতে পেরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বাংলা নববর্ষের প্রথম দিন দলীয় নেতা-কর্মীদের নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত স্বেচ্ছাশ্রমে মাটি কেটে সড়কটি সংস্কার করে দেন। এসময় গ্রামবাসীরাও স্বেচ্ছায় এগিয়ে এসে মাটি কাটার কাজে যোগ দেয়।
মাটি কাটায় অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
এ সময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রাখতে আবার মোরা কোদাল ধরবো, জিয়ার মতো দেশ গড়বো। পহেলা বৈশাখের আনন্দঘন পরিবেশে এই কাঁচা রাস্তাটি বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আজকে রাস্তার সংস্কার কাজ করেছি। এই রাস্তা সংস্কারের উদ্দেশ্য হচ্ছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটি যেন দ্রুত পাকা করে দেওয়া হয়। পহেলা বৈশাখ একেকজন একেকভাবে উদযাপন করে আর আমরা উপজেলা বিএনপি রাস্তা সংস্কার করে নববর্ষকে উদযাপন ও উৎসর্গ করছি।
তিনি আরও বলেন, বর্ষার আগেই উপজেলা দশটি ইউনিয়নের দশটি বেহাল সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করবেন তারা।
এ সময় মাটি কাটায় অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য আব্দুল আজিজ মন্ডল, সুজিত কুমার দাস, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়েদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রভাষক শাহজাহান কবির, বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদার, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মোঃ এখলাছুর রহমান কিরণ, রামগোপালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী সরকার, সাবেক সহ-সভাপতি আঃ সামাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান উজ্জল, সদস্য আঃ সামাদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, সদস্য মোস্তাফিজুর রহামন হানিফ, পৌল যুবদল সদস্য মোঃ হাসান, মারফত আলী, উপজেলা স্বেচ্ছাসেবকল দল নেতা শরীফ বোকাইনগরী, ইউনিয়ন যুবদল সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি ফারুক আহমেদ, বিএনপি নেতা তরিকুল ইসলামসহ উপজেলা ও স্থানীয় বিএনপি-অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স