মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া (শাবানা রোড) হতে ১০৫ পিছ ইয়াবার ট্যাবলেট ও হাফ কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারি গ্রেপ্তার সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, চর বনবাড়িয়া গ্রামের মোঃ তাজেল ইসলামের ছেলে মোঃ আল আমিন (২৪) ও দিঘলকান্দী (শাবানা রোড) গ্রামের মোঃ চান্দু শেখের ছেলে মোঃ জাকারিয়া শেখ(২৭) এবং একই এলাকার মোঃ সুলতান শেখের ছেলে মোঃ সুমন শেখ (৪০)।
এবিষয়ে সদর থানার এসআই মোঃ শফিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমিও আমার ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করি। তারা দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে এই মাদক ক্রয় বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।