মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী
নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’-এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে এবার রাখা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।
আজ সোমবার ১লা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল ৮ টা থেকে বিভিন্ন সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহি পোষাক পড়ে এবং আলাদা আলাদা ব্যানারে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা র্যালীতে অংশগ্রহন করেন, পরে র্যালিটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ দিক প্রদক্ষিণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়। পূর্বে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজস্থলী কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বর থেকে সকাল ৮ টায় জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্য দিয়ে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়।
উপজেলা প্রসাশন বর্ষবরণের বিশেষ আকর্ষণ হিসেবে আনন্দ শোভাযাত্রা শেষে বৈশাখের ঐতিহ্যবাহী পান্থা ইলিশের আয়োজন করেন।
রাজস্থলী উপজেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এই বর্ষবরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোঃ শাহরিয়াজ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সহ-সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, জামাতের আমির মাওলানা ফরিদ আহম্মদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনিসহ গণমাধ্যম কর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও র্যালী শেষে বৈশাখের নিজস্ব সংস্কৃতির সঙ্গীতের সাথে বাঙ্গালী, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, খিয়াং সম্প্রদায়ের শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা করেন।
অনুষ্ঠান শেষে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ে আয়োজিত চিত্রংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরষ্কার বিতরন করেন অনুষ্ঠানের সভাপতি সহ অতিথিবৃন্দ।