ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​কাউখালীতে বর্ষবরণ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে


আপডেট সময় : ২০২৫-০৪-১৪ ১৫:৪১:৪৯
​কাউখালীতে বর্ষবরণ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ​কাউখালীতে বর্ষবরণ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে


 
 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।

সকাল সাড়ে আটটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নেতৃত্বে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, গণমাধ্যম কর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রা অংশগ্রহণ করেন।

এছাড়া, দিন ব্যাপী বেকুটিয়া ব্রিজ সংলগ্ন বিনোদন কেন্দ্রে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।


 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ