ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাট জেলার কচুয়ায় প্রথমবারের মত আনন্দ শোভাযাত্রা


আপডেট সময় : ২০২৫-০৪-১৪ ১৫:০০:৩২
বাগেরহাট জেলার কচুয়ায় প্রথমবারের মত আনন্দ শোভাযাত্রা বাগেরহাট জেলার কচুয়ায় প্রথমবারের মত আনন্দ শোভাযাত্রা



উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বড় পরিসরে আনন্দ শোভাযাত্রা। প্রতিবছর জেলা পর্যায়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হলেও বাগেরহাটের কচুয়া উপজেলায় কখনো এত বড় পরিসরে অনুষ্ঠিত হয়নি বৈশাখ উপলক্ষে কোন ধরনের শোভাযাত্রা।

কচুয়ার স্থানীয় বাসিন্দারা জানান, কচুয়ার ইতিহাসে এটি প্রথম বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা। এই শোভাযাত্রাটির মূল উদ্যোগ গ্রহণ করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. আবু নওশাদ। 

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপি'র প্রধান সমন্বয়ক ও জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদ, কচুয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ জনগণ।

এ সময় আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দারা জানান," তারা কচুয়ায় প্রথমবারের মতো আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে পেরে খুবই আনন্দিত।"

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ জানান,"রাষ্ট্রীয় নির্দেশনা মোতাবেক এবারের আনন্দ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে। এখানে প্রায় সহস্রাধিক লোকের অংশগ্রহণে আজকের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে টিম কচুয়ার সহায়তায়।"

কচুয়া উপজেলা বিএনপির সমন্বয়ক সরদার জাহিদ বলেন,"আনন্দ শোভাযাত্রা নামকরণের ফলে এবার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশগ্রহণ করেছে এবং এটিই কচুয়াতে প্রথম আনন্দ শোভাযাত্রা। মানুষের মনে পূর্বে যে ক্ষোভ ছিল তা থেকে বেরিয়ে মানুষ নতুন বছরে নতুন ভাবে শুরু করতে আনন্দমুখর পরিবেশে এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছে।"

আনন্দ শোভাযাত্রাটি কচুয়া উপজেলার জিরো পয়েন্ট থেকে শুরু করে কচুয়া দাখিল মাদ্রাসা রোড প্রদক্ষিণ করে উপজেলা বিজয় চত্বরে এসে শেষ হয়। কচুয়া উপজেলায় এবারের বর্ষবরণ কে সাজাতে শুধুমাত্র আনন্দ শোভাযাত্রা নয় রয়েছে লোকজ মেলা ও ঘুড়ি উৎসব এবং গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান ও সড়কে আলপনা অংকন করা হয়।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ