ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গোদাগাড়ীর জেলা কৃষকলীগ নেতা ইমন মন্ডলের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী; মামলার আসামী তারপরও প্রকাশ্যে দাপট অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৪-১৩ ১৯:৫৭:০৪
গোদাগাড়ীর জেলা কৃষকলীগ নেতা ইমন মন্ডলের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী; মামলার আসামী তারপরও প্রকাশ্যে দাপট অব্যাহত গোদাগাড়ীর জেলা কৃষকলীগ নেতা ইমন মন্ডলের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী; মামলার আসামী তারপরও প্রকাশ্যে দাপট অব্যাহত


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

গত আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে দায়ের করা মামলার ২৫ নং আসামী শফিউল করিম ইমন মন্ডল। বোয়ালিয়া মডেল থানার মামলা নং- ৩৪, তাং-২৪ আগস্ট ২০২৪। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষকলীগ ও বর্তমানে রাজশাহী জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। অভিযোগ উঠেছে, সাবেক আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময় সাবেক এমপি ফারুক চৌধুরীর বিশ্বস্ত ও আস্থাভাজন নেতা ছিলেন এই শফিউল করিম ইমন মন্ডল।

তিনি সাবেক এমপি’র কাছের মানুষ হওয়ার সুবাদে এমন কোন অপকর্ম নাই, যাহা তিনি করেন নাই। আগস্টের মামলায় এজাহার নামীয় আসামী হওয়ার পরও তার দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। মামলা মাথায় নিয়ে বুক ফুলিয়ে বিরদর্পে চলাফেরা করেন তিনি। প্রকাশ্যে ও গোপনে নিজ দলকে সংগঠিত করা এবং সরকার বিরোধী মিটিং- নিয়ে তার তৎপরতা দিন দিন বেড়েই চলেছে। এমনই অভিযোগ এলাকাবাসীর।

এলাকাবাসীর দাবি, শফিউল করিম ইমন মন্ডল রাজশাহী জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক পদে আসার পরে সাধারণ মানুষের জমি দখল, গোদাগাড়ী থানার রাজাবাড়ি পোল্ট্রি খামার ও ডেইরি খামারে টেন্ডারবাজি, মরা গাছের টেন্ডার নিয়ে খামারের সকল গাছ কেটে নেয়া, টেন্ডার ছাড়া গোদাগাড়ী উপজেলার খাসপুকুর দখলে নেয়া, ক্ষমতার দাপটে এখন পর্যন্ত চাপালের সিয়াম ভাটা দখল, গোগ্রাম ইউনিয়নের জগপুর ও কমলাপুর বিলে প্রায় ৩০ বিঘা জমি অবৈধভাবে দখল নিয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। এ ব্যপারে রাজশাহী জেলা পুলিশ সুপার মহাদয়ের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

 



 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ