ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বুড়িচংয়ে চলন্ত মাইক্রোবাসে আগুন; চালকের দক্ষতায় প্রাণে বাঁচলো যাত্রীরা 

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৪-১৩ ১৮:৫৭:৪৩
বুড়িচংয়ে চলন্ত মাইক্রোবাসে আগুন; চালকের দক্ষতায় প্রাণে বাঁচলো যাত্রীরা  বুড়িচংয়ে চলন্ত মাইক্রোবাসে আগুন; চালকের দক্ষতায় প্রাণে বাঁচলো যাত্রীরা 


 

 

 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় একটি চলন্ত মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টায় কুমিল্লা থেকে ঢাকামুখি লেনের নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় চালকের দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় মাইক্রোবাসে থাকা পাঁচজন যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টায় মহাসড়কের মধ্যেই চলন্ত অবস্থায় মাইক্রোবাসটিতে আগুন লাগে। এ সময় চালক দ্রুত রাস্তার পাশের গাড়িটিকে থামালে যাত্রীরা নেমে যায়। মুহূর্তের মধ্যেই গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

গাড়িটির চালক মোঃ সজিব মিয়া জানান, ক্যান্টনমেন্টের সৈয়দপুর এলাকাযর একটি সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে পাঁচজন যাত্রীসহ চান্দিনার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি।

নিমসার বাজার এলাকায় আসলে ইঞ্জিনের গিয়ার বক্স এর মধ্যে প্রথমে আগুন দেখতে পান তিনি। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। তাৎক্ষণিকভাবে রাস্তার পাশে গাড়িটি থামিয়ে যাত্রীদের দ্রুত নামতে বলেন তিনি। 

যাত্রীরা নেমে যাওয়ার সাথে সাথে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে চোখের সামনে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগেুনে চালক সজিবের শীরের কিছু অংশ আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। 

চালক সজীব আরো জানান, গাড়িটির মালিক মাধাইয়া এলাকার আব্দুল আলিম। আজকেই প্রথম তিনি গাড়িটি নিয়ে রাস্তায় বের হয়েছিলেন। ধারণা করা হচ্ছে গ্যাসের লিকেজের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে।

খবর পেয়ে পার্শ্ববর্তী দেবপুর পুলিশ ফাঁড়ি পরিদর্শক সাইদুল ঘটনাস্থলে আসেন। তিনি জানান, আগুনে গাড়িটি সম্পূর্ণ ভষ্মীভুত হয়েছে, গাড়িটির কোন কিছুই অবশিষ্ট নেই। গাড়ির মালিক ঘটনাস্থলে আসলে তাকে গাড়িটি বুঝিয়ে দেয়া হয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ