কয়রায় আওয়ামী লীগের নেতার পুত্রবধূর দাবীতে অনশনে হামলার শিকার
আপডেট সময় :
২০২৫-০৪-১৩ ১৭:২৫:০৭
কয়রায় আওয়ামী লীগের নেতার পুত্রবধূর দাবীতে অনশনে হামলার শিকার
কয়রা উপজেলা প্রতিনিধিঃ
কয়রায় পুত্রবধুর দাবীতে আওয়ামী লীগের নেতার বাড়ীতে অন্তঃসত্তা নারীর অনশনে মারপিঠের শিকার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি।
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ৪নং ওয়াডের আওয়ামিলীগের সহসভাপতি যোলহালিয়া গ্রামের মোঃ আমজেদ হোসেনের বাড়ীতে তার পুত্র বধুর দাবীতে আজ বেলা ১১ টায় অনশনে বসেন ৬ মাসের অন্তঃসত্ত্বা কুশোডাংগা গ্রামের কুলসুম বেগম। এ সময় এই অন্তঃস্বত্তা নারী ও তার মাকে মেরে আহত করেন আওয়ামীলীগের নেতা আমজেদ হোসেন ও তার পরিবারের লোকজন।
বর্তমানে সে কয়রা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন তিনি জানান, ৯৯৯ এ কল দিয়েও তিনি পুলিশের কোন সহযোগিতা পাননি। কুলসুম বেগম জানায় আমজেদ হোসেনের পুত্র মোঃ আল আমিনের সহিত ইসলামি শরীয়াহ মোতাবেক ২৪/৬/২৪ তারিখে বিবাহ হয়। এটা মেনে নিতে চায় না আমজেদ হোসেন এ নিয়ে কয়রা থানায় লিখিত অভিযোগ করেন কুলসুম বেগম এর প্রেক্ষিতে আল মামুন লিখিত আপোষ মিমাংসা করেন যে উভয় পক্ষ স্বামী স্ত্রী হিসেবে বসবাস করবে আল মামুন যৌতুক হিসেবে কোন কিছু দাবী করবে না। কুলসুম বেগম ইতিপূর্বে তার স্বামীর বাড়ীতে আসলে তার শ্বশুর আওয়ামী লীগের নেতা সে বলে সে তার পুত্র বধু না এই বলে তাড়িয়ে দেয়। আজকে তার পুত্র বধুর দাবীতে বাড়ীতে আসলে তার শ্বশুর ও পরিবারের লোকজন কুলসুমের পেটে আঘাত করে সে গুরুতর অসুস্থ হয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি হন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স