ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাউল গানেই কেটেছে জীবন, আজ চিকিৎসা ও সম্মানের আশায় এক বাউলের শেষ আকুতি


আপডেট সময় : ২০২৫-০৪-১৩ ১৩:৩৮:৩৭
বাউল গানেই কেটেছে জীবন, আজ চিকিৎসা ও সম্মানের আশায় এক বাউলের শেষ আকুতি বাউল গানেই কেটেছে জীবন, আজ চিকিৎসা ও সম্মানের আশায় এক বাউলের শেষ আকুতি




মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু পঞ্চগড় প্রতিনিধি : মাটি ও মানুষের গান গাইতে গাইতেই কেটেছে মোঃ দুদু মিয়ার জীবন। বয়স এখন ৭৩-এর কোঠায়। জন্ম ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে, পঞ্চগড় জেলার অমরখানা ইউনিয়নের মেহনাভিতা গ্রামে।

বাবা মৃত আইনুদ্দিন ফকির ছিলেন, একজন খ্যাতনামা বাউল। দাদা-প্রজন্মের ধারাবাহিকতায় তিনিও জীবনভর গান গেয়ে এসেছেন। লিখেছেন অগণিত গান। মানুষের দুঃখ, সমাজের চিত্র, আত্মার কথা তুলে ধরেছেন সুরে সুরে। কিন্তু বিনিময়ে পাননি কিছুই—না সম্মান, না সরকারিভাবে কোনো স্বীকৃতি।

জীবনের কঠিন বাস্তবতায় হাড়ি-পাতিল বিক্রি করে সংসার চালাতে হয়েছে। এখন আর সেই সামর্থ্য নেই। শরীরে বাসা বেঁধেছে অসুস্থতা। চোখে কম দেখেন, কানে কম শোনেন, শরীরেও জড়িয়ে আছে নানা জটিল রোগ। গান গাওয়ার শক্তিও হারিয়ে ফেলেছেন অনেকটাই।

"আমি তো সারাজীবন গানই গাইলাম, মানুষের মন জয় করলাম, কিন্তু তাতেই কি চলে? এখন তো দুই মুঠো ভাত জোটানোই দায়। আমার কোনো জায়গা-জমি নাই, খাজ জমিতে থাকি। একটা ঘর পেলেও অন্তত শেষ জীবনটা মাথা গোঁজার ঠাঁই হইতো,"—কান্নাজড়ানো কণ্ঠে বলছিলেন দুদু মিয়া।

তিনি পঞ্চগড় জেলা প্রশাসনের প্রতি আবেদন জানিয়ে বলেন, “আমার চিকিৎসার দায়িত্ব এবং জীবনের প্রাপ্য সম্মান যেন সরকার ও প্রশাসন দেয়। আমি চাই না করুণা, আমি চাই আমার প্রাপ্য অধিকার। সারাজীবন সুরে সুরে যে সেবা করলাম এই সমাজকে, তার কি কোনো মূল্য নেই?"

স্থানীয়রা বলছেন, দুদু মিয়া দীর্ঘদিন যাবৎ নিজ হাতে লেখা গান গেয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এলাকার অনেকেই তার গান শুনতে এখনও ছুটে আসেন। কিন্তু জীবনের এমন শেষ পর্যায়ে এসে তিনি অসহায়।

এ প্রসঙ্গে ১নং অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়ের  সরকার মুকুট বলেন, “দুদু মিয়া একজন প্রকৃত সাংস্কৃতিক মানুষ। তার অবদান অস্বীকার করার উপায় নেই। সরকার ও প্রশাসনের উচিত তার জন্য একটা চিকিৎসার ব্যবস্থা করা এবং একটা থাকার ঘরের ব্যবস্থা করা।”

পঞ্চগড়ের মাটি ও সংস্কৃতির এমন এক জীবন্ত কিংবদন্তি যেন না হারিয়ে যান অবহেলার অন্ধকারে, এইটাই এখন সকলের প্রত্যাশা।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ