ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​কুরআন-সুন্নাহর আদর্শ সমাজ-রাষ্ট্রে প্রতিফলন ঘটাতে হবে -সাইফুল আলম খান মিলন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৪-১৩ ১৩:২৭:১০
​কুরআন-সুন্নাহর আদর্শ সমাজ-রাষ্ট্রে প্রতিফলন ঘটাতে হবে -সাইফুল আলম খান মিলন ​কুরআন-সুন্নাহর আদর্শ সমাজ-রাষ্ট্রে প্রতিফলন ঘটাতে হবে -সাইফুল আলম খান মিলন



নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা-১২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন বলেছেন, বিশ্বমানতার মুক্তির মহাসনদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামীন আমাদের মহাগ্রন্থ আল কুরআন নামক নিয়ামত দান করেছেন। এটি আল্লাহ তা’য়ালার পক্ষ থেকে এক মহিমান্বিত মু’জিজা। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য জীবনের সকল ক্ষেত্রে কুরআনের আদর্শ অনুসরণ করতে হবে। তিনি কুরআন-সুন্নাহর ভিত্তিতে আদর্শ রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহবান জানান।

তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবন চত্তরে শিল্পাঞ্চল থানার কুনিপাড়া সাংগঠনিক ওয়ার্ড জামায়াত আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওয়ার্ড সভাপতি মন্তাজুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।

আরো বক্তব্য রাখেন, শিল্পাঞ্চল থানা আমীর  মোহাম্মদ কলিম উল্লাহ, নায়েবে আমীর ও ২৪ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া হারুন,  মাওলানা মুফতি ইয়াসিন ও মাওলানা জাকারিয়া।

উপস্থিত ছিলেন, থানা সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নূরুদ্দিন জাহিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় কুনি পাড়ার জনসাধারণের পক্ষ থেকে প্রধান অতিথি সাইফুল আলম খান মিলনকে ফুল দিয়ে বরণ করা হয়।

সাইফুল আলম খান মিলন বলেন, আমরা কুরআন নাযিলের রমযান মাস সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে অতিবাহিত করেছি। এ  মহিমান্বিত মাসে কুরআন নায়িল হয়েছিলো বলেই এ মাসের গুরুত্ব ও মর্যাদা অন্য সব মাসের তুলনায় অধিক। আর রমযান মাসে নাযিল হওয়ার কারণে কুরআন মহিমান্বিত হয়ে উঠেছে। তাই পবিত্র কালামে হাকীম শুধু পঠন-পাঠনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না বরং ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে কুরআন-সুন্নাহর আদর্শে পরিপূর্ণ প্রতিফলন ঘটাতে হবে। ইসলামী আদর্শের আলোকে রাষ্ট্র ও সমাজ পরিচালিত হলে সুদ-ঘুষ, দুর্নীতি, অবক্ষয় ও বৈষম্যমুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি সমাজ ও রাষ্ট্রের সর্ব পর্যায়ে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামীর পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি বলেন, জায়নবাদী ইহুদীরা পুরো গাজা উপত্যকা রীতিমত নরকে পরিণত করেছে। তারা শান্তিচুক্তি ও প্রচলিত যুদ্ধবিধি লঙ্ঘন করে গাজায় বর্বর হামলা অব্যাহত রেখেছে। ফলে প্রতিনিয়তই রক্তে রঞ্জিত হচ্ছে গাজার মজলুম জনপদ। তাদের জিঘাংসা ও উম্মাত্ততা থেকে রেহাই পাচ্ছে বেসামরিক ও সেবামূলক স্থাপনাও। নারী, শিশু ও বৃদ্ধরাও মুক্ত নয় দখলদার বাহিনীর পৈশাচিকতা থেকে। মূলত, পুরো গাজা নগরীই এখন ধ্বংসস্তুপ ও লাশের শহর। তাই বর্বর হামলা থেকে গাজাবাসীকে বাঁচাতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি মজলুম গাজাবাসীর পাশে দাঁড়াতে বিশ্বের আত্মসেচতন ও শান্তিপ্রিয় মানুষের প্রতি আহবান জানান। অন্যথায় দখলদাররা বিশ সভ্যতার জন্যই হুমকী হয়ে দাঁড়াবে।

উত্তরায় রুকন সমাবেশ

বাংলাদেশ জামায়তে ইসলামী উত্তরা মডেল থানার উদ্যোগে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে, রুকন সমাবেশ ও ঈদ পুনর্মিলনী মহানগরীর মজলিসে শুরা সদস্য ও থানা আমীর এ্যাড. মো: ইব্রাহিম খলিলের সভাপতিত্বে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরীর উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

এতে উপস্থিত ছিলেন, উত্তরা মডেল থানার নায়েবে আমির হারুনুর রশীদ তারেক, থানার বায়তুলমাল সম্পাদক মাসুদুল আলাম ও থানার শুরা ও কর্ম, ১ নাম্বার ওয়ার্ডের কমিশনার প্রার্থী মাহফুজুর রহমান সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তরা মডেল থানার শুরা ও কর্ম সহ রুকন ভাই প্রমূখ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ