গাইবান্ধা জেলার হতে ১৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গাইবান্ধা জেলার হতে ১৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক,
র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কর্তৃক মাদক বিরোধী অভিযানে গাইবান্ধা জেলার সদর থানাধীন চকগয়েশপুর এলাকা হতে ১৪৯ (একশত উনপঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল ইং ১২-০৪-২০২৫ তারিখ রাত ২০.৪৫ ঘটিকায় গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানাধীন বল্লমঝাড় ইউপির চকগয়েশপুর সাকিনস্থ জনৈক ইউসুফ আলীর চায়ের দোকানে সামনে সাদুল্লাপুর টু গাইবান্ধাগামী পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে একটি ইজিবাইক তল্লাশি করে ইজিবাইকের সিটের নিচে বক্সের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৪৯ (একশত উনপঞ্চাশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূবক মাদক ব্যবসায়ী মোঃ রাজু মিয়া (২৫), পিতা-মোঃ মমিনুল ইসলাম, সাং-উত্তর বত্রিশ হাজারী, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করে।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স