নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার গনাইসার গ্রামের কৃতি সন্তান প্রয়াত তারেক ও সিফাত এর স্বরণে ৮ম বারের মতো অনুষ্ঠিত, হলো ছোট দল বনাম বড় দলের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ। গনাইসার যুব সমাজের আয়োজনে শনিবার (১২এপ্রিল) বিকেল ৪ টায় গনাইসার মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত, খেলায় গনাইসার ছোট দল ৫-০ গোলে বড় দল কে পরাজিত করে। খেলার উদ্বোধন করেন, শামসুদ্দিন চোকদার জুয়েল।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাচগাও ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম শেখ। বিশিষ্ট সমাজ সেবক ওবায়দুল হক স্বপন চোকদার এর সভাপতিত্বে ও ওয়াহিদুজ্জামান কিরণ চোকদার এর সঞ্চালনায়
এ সময় আরো উপস্থিত ছিলেন, কামরুল ইসলাম বিপন, কায়ুম ফকির, আমিন সিকদার, দেলোয়ার হোসেন চোকদার, শাহিন শেখ সহ আরো অনেকে।