বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তিচ্ছুদের পাশে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’
আপডেট সময় :
২০২৫-০৪-১৩ ০১:২২:৫৪
বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তিচ্ছুদের পাশে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’
বাকৃবি প্রতিনিধি: ২০২৪–২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে, স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আজ শনিবার (১২ এপ্রিল) দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্র এবং ১৩টি উপকেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা ও অনুপ্রেরণা দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের নিজস্ব উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে পানি ও কলম বিতরণ করেছে।
সংগঠনের আহ্বায়ক মো. আজিজুল হক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা চাই, প্রত্যেক শিক্ষার্থী যেন সুষ্ঠু ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারে। আমাদের এই ছোট উদ্যোগে যদি কারও একটু উপকার হয়, তবেই আমরা সার্থক।
সংগঠনের সদস্য সচিব পিয়ার হোসেন মাসুম নিজ হাতে ভর্তিচ্ছুদের মাঝে কলম ও পানি তুলে দেন। এসময় তিনি জানান, আমরা শিক্ষার্থীদের সহযোগিতার জন্য আগেই প্রস্তুতি নিয়েছিলাম। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব মনে করি।
এছাড়াও, যুগ্ম সদস্য সচিব মো. ফাহাদ এনাম ও জুলফিকার সুলতান এবং অন্যান্য সদস্যরা শিক্ষার্থীদের নির্ধারিত ভবন খুঁজে পেতে সাহায্য করেন।
এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন, ৯৪ হাজার ২০ জন শিক্ষার্থী। পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ১২ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী বিপরীতে অংশ নেন ১১ হাজার ৫১১ জন শিক্ষার্থী।
উপস্থিতির হার ৯০ দশমিক ৮৯ শতাংশ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স