রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি,
ঢাকা হলিফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালের সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও খাদ্য বিভাগের ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বালী (৬৫) আর নেই। শুক্রবার (১১ এপ্রিল) রাত ১০টা ১ মিনিটের সময় ঢাকায় আনোয়ার খাঁন মর্ডান হাসপাতালে ফুসফুস জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাত আড়াইটার দিকে ঢাকায় হলিফ্যামিলি হাসপাতাল চত্বরে প্রথম ও শনিবার (১২ এপ্রিল) দুপুর ২ টায় বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
তার মৃত্যুতে সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের কনিষ্ঠ পুত্র ব্যারিষ্টার সাইফুল হক সাইফসহ তাদের পরিবার গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও, বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম ও সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এম এ সালেক হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।