ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাব- এর অভিযানে অবৈধ ভারতীয় জাল নোটসহ জাল টাকার ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৪-১২ ২৩:০৪:১৪
র‌্যাব- এর অভিযানে অবৈধ ভারতীয় জাল নোটসহ জাল টাকার ব্যবসায়ী গ্রেফতার। র‌্যাব- এর অভিযানে অবৈধ ভারতীয় জাল নোটসহ জাল টাকার ব্যবসায়ী গ্রেফতার।



নিজস্ব প্রতিবেদক,
 
র‌্যাব-১৩ এর অভিযানে অবৈধ ভারতীয় জাল নোটসহ জাল টাকার ব্যবসায়ী গ্রেফতার।
 
বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
 
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারী একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ইং ১২/০৪/২০২৫ তারিখ ১৪১০ ঘটিকার সময় ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানাথীন নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রাম গ্রামস্থ নেকমরদ বঙ্গবন্ধু সরকারী কলেজের উত্তর পার্শ্বে শিবগঞ্জ হতে কলেজ মোড় গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে জাল নোট ব্যবসায়ী মোঃ হোসেন আলী (৪০), পিতা- মৃত শামসুল হক, সাং- মারাধার (মাঝাপাড়া), থানা-হরিপুর, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করতঃ ধৃত আসামীর হেফাজত হতে ০১ (এক) লক্ষ ভারতীয় জাল রুপি, নগদ ৮,০০০/-(আট হাজার) টাকা এবং ০১ টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ধৃত আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় জাল রুপি ব্যবসার সাথে জড়িত ছিল এবং বহুদিন ধরে সে অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে অপরিচিত ব্যক্তির নিকট হতে স্বল্প মূল্যে ভারতীয় জাল রুপি ক্রয় করিয়া ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানাসহ বিভিন্ন এলাকায় জনসাধারনের মাঝে বিক্রয় করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-ক (খ) ধারায় একটি মামলা রুজু পূর্বক আসামীসহ উদ্ধারকৃত আলামত পরবর্তী কার্যক্রমের জন্য অত্র থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ