সিরাজগঞ্জে রোভার ২৬তম ত্রি-বার্ষিক (বিশেষ) কাউন্সিল সভায় কমিশনার মোঃ সামসুল হক, সম্পাদক সাখাওয়াৎ হোসেন নির্বাচিত
আপডেট সময় :
২০২৫-০৪-১২ ২০:১৮:০১
সিরাজগঞ্জে রোভার ২৬তম ত্রি-বার্ষিক (বিশেষ) কাউন্সিল সভায় কমিশনার মোঃ সামসুল হক, সম্পাদক সাখাওয়াৎ হোসেন নির্বাচিত
মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জঃ " বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের ২৬ তম ত্রৈ-বার্ষিক (বিশেষ) কাউন্সিল সভায় স্কাউট আন্দোলনের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। কাউন্সিলে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠনের প্রস্তাব করা হয়। কোনো পদের জন্যই একাধিক প্রার্থী না থাকায় সকলের মৌখিক সম্মতিতে পাঁচজন সহ-সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয় এবং কমিশনার পদে সকলের সম্মতিতে মোঃ সামসুল হক (এলটি) নাম সুপারিশ করা হয় ।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১০.৩০ মিনিটে সিরাজগঞ্জ সরকারি কলেজ, শিক্ষক পরিষদ হলরুমে সিরাজগঞ্জ জেলা রোভারের আয়োজনে ২৬ তম, (বিশেষ) বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও ধর্মগ্রন্থ গীতা পাঠ এবং জুলাই-আগস্ট বিপ্লবে আত্মোৎসর্গকারী স্কাউটদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা রোভারের বর্তমান কোষাধ্যক্ষ ও সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম (এলটি)। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের এডহক কমিটির সদস্য সচিব ও সহকারী পরিচালক মোঃ জামাল উদ্দিন,
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের এডহক কমিটির আহবায়ক ও সিরাজগঞ্জ জেলা রোভার সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
সভায় সভাপতি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে স্বাধীনতা-পূর্ব এবং স্বাধীনতা-উত্তরকালেও রাজনৈতিক ও গণতান্ত্রিক সব আন্দোলনেই সম্মুখসারিতে থেকে তরুণরা মুখ্য ভূমিকা পালন করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে তারা আবারও তা প্রমাণ করেছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে নিন্দনীয়, ঘৃণিত ও নিষ্ঠুর স্বৈরাচারকে ক্ষমতার মসনদ থেকে উৎখাত করে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তরুণরা।
স্কাউটিং করার জন্য যে বিষয়টি সবসময় মনে ধারন করি তা সহজে বললে “শ্রষ্টার প্রতি কর্তব্য পালন, অন্যের প্রতি কর্তব্য পালন এবং নিজের প্রতি দ্বায়িত্ব পালন “। আমরা সকলে মিলে একসাথে মানুষের জন্য কাজ করবো, নিজেদের মধ্যে কোন ধরনের বৈষম্য না করে আজকে সিরাজগঞ্জ জেলা রোভার ২৬তম ত্রৈ-বার্ষিক (বিশেষ) কাউন্সিল সভায় আমার সব চাইতে একটি বিষয় ভালো লেগেছে স্কাউটিংয়ে কোন কোন পদে নির্বাচন ছাড়াই নতুন কমিটি গঠন হচ্ছে। সকলের সম্মতিক্রমে অত্যান্ত ভালো বিষয় আগামী তিন বছরের জন্য এ নবগঠিত নতুন কমিটি এগিয়ে যাক। সভাপতি হিসেবে আমি খুবই আনন্দ বোধ করছি।
এসময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা রোভারের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়, সহ বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষ - উপাধ্যক্ষগণ, ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ঃ সিরাজগঞ্জ জেলা রোভার ২৬তম ত্রৈ-বার্ষিক (বিশেষ) কাউন্সিল সভায় দ্বিতীয় পর্বে ৩ বছরের জন্য নতুন কমিটি গঠনের লক্ষে কোন পদের জন্যই একাধিক প্রার্থী না থাকায় সকলের মৌখিক সম্মতিতে পাঁচজন সহ-সভাপতি, এবং কোষাধ্যক্ষ হিসেবে সাবেক জেলা রোভার কমিশনার ও সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম (এলটি), কে এবং সম্পাদক পদে ইসলামিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ সাখাওয়াৎ হোসেন প্রিন্স, কে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের সহযোগী অধ্যাপক মোঃ সামসুল হক (এলটি) কমিশনার নির্বাচিত করা হয়। যুগ্ম সম্পাদক হিসেবে হিলফুল ফুজুল মুক্ত রোভার গ্রুপের আর এস এল মোঃ আব্দুল আলীম, গ্রুপ সম্পাদক প্রতিনিধি হিসেবে নিমগাছী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল বারী তালুকদার, মৌমাছি মুক্ত ওপেন স্কাউট দলের সভাপতি সেলিনা বেগম, আর এস এল প্রতিনিধি রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের আর এস এল, মোঃ হাদিসুর রহমান, শহিদুল বুলবুল কলেজের আর এস এল মোঃ আসলাম হোসেন।
এছাড়াও তিন বছরের জন্য অডিট কমিটি গঠন করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স