ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার এক সময়কার জনপ্রিয় কুপি বাতি


আপডেট সময় : ২০২৫-০৪-১২ ১৯:১১:২৬
রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার এক সময়কার জনপ্রিয় কুপি বাতি রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার এক সময়কার জনপ্রিয় কুপি বাতি
 
 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
 
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে আবহমান গ্রামবাংলার এক সময়কার জনপ্রিয় কুপি বাতি।

এই কুপি বাতি শুধুই এখন স্মৃতি। গ্রামীণ জীবনে অন্ধকাার দূর করার একমাত্র অবলম্বন ছিল এই কুপি বাতি। কুপি বাতি জ্বালিয়ে এক সময় গৃহিণীরা গৃহস্হালির কাজ করতেন। সন্ধা হলেই উঠানে কিংবা বারান্দায় অথবা ঘরের এক কোনায় পড়াশোনা করত ছেলেমেয়েরা।

এই কুপি বাতির কেরোসিন তেল আনার জন্য প্রতিটি বাড়িতেই ছিল বিশেষ ধরনের কাচের বোতল। মজার ব্যাপার হলো, সেই বোতলের গলায় রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হতো বাঁশের খুটিতে। বর্তমানে আধুনিক প্রযুক্তির কারণে আবহমান গ্রামবাংলার সেই কুপি বাতি আজ বিলীন হয়ে গেছে বললেই চলে। এ দৃশ্য এখন আর গ্রামীণ সমাজে তেমন চোখে পড়ে না। বর্তমানে কুপি বাতির জায়গায় স্হান করে নিয়েছে বৈদ্যুতিক বাল্প, সোলার প্লান্ট, চার্জার লাইট সহ আরোও অনেক কিছুই।

এক সময় গ্রামীণ সমাজের সন্ধা বাতি হিসেবেও জ্বালিয়ে রাখা হতো এই কুপি বাতি। বর্তমানে আধুনিক প্রযুক্তির কারণে উপজেলা থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে আবহমান গ্রামবাংলার এক সময়কার জনপ্রিয় এই কুপি বাতি।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ