নিজস্ব প্রতিবেদক,
রাজধানীর রামপুরায় হত্যা মামলার ০২ জন আসামীকে নরসিংদী হতে গ্রেফতার করেছে র্যাব।
গত ২৪/১০/২০২৪ তারিখ রাত অনুমান ২০:৩০ ঘটিকায় রাজধানীর মালিবাগে অটোরিক্সা চালক মো: নাজমুল মোল্লা (২৬) ভাড়াকৃত টিনশেড রুমে প্রবেশ করলে আসামী আকাশ (২২) ও তার সহযোগী রতন’সহ অপরাপর আসামীগণ পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম নাজমুলকে আঘাত করে গরুতর জখম করে। ভিকটিমের বাবা বিষয়টি জানতে পেরে ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে ভিকটিমের বাবা আব্দুল কুদ্দুছ মোল্লা (৪৫) বাদী হয়ে রাজধানীর রামপুরা থাানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ২০, তারিখ- ২৬/১০/২০২৪ খ্রি., ধারা- ৩২৩/৩২৬/৩০৭/৫০৬ পেনার কোড, ১৮৬০। ভিকটিম নাজমুল উক্ত হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেলে ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ সংযুক্ত হয়।
উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১২/০৪/২০২৫ তারিখ রাত আনুমানিক ০৩:১০ ঘটিকায় উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১১ এর সহযোগীতায় নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন চৌয়ালা লোকমান হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী আকাশ (২২), পিতা- রতন মিয়া, ও ২। রতন মিয়া (৪৫), পিতা- মৃত বাবুর হোসেন, উভয় সাং- মালিবাগ চৌধুরীপাড়া, থানা- রামপুরা, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে
গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।