ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেট জেলা মহিলা দলের মানববন্ধন
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেট জেলা মহিলা দলের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক,
সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, পৃথিবীর কোন মানবতাবাদী দেশ তাদেরকে স্বীকৃতি দেয়নি। স্বাধীনতার পর থেকেই আমাদের পাসপোর্ট ইসরায়েল ভ্রমণের উপর নিষেধাজ্ঞার কথা লেখা ছিল। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকার ক্ষমতা দখল করার পর পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।
শুধু তাই নয়, আওয়ামীলীগ অবৈধ ইসরায়েলের সাথে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করে, ইসরায়েল থেকে ফোনে আড়িপাতার যন্ত্র আমদানি করে বিরোধী দলের উপর নজরদারি করে দমন নিপিড়ন চালায়। ইসরায়েল পণ্য দিয়ে আমাদের বাজার ছয়লাভ করে দেয়। আর আমাদের টাকা দিয়ে কেনা অস্ত্র দিয়ে তারা ফিলিস্তিনে আমাদের নিরিহ ভাই-বোনদের, নারী-শিশুদের নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। তাই আমরা অন্তবর্তিকালীন সরকারের প্রতি ইসরায়েলের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশ তাদের সকল পণ্যের উপর নিষেধাজ্ঞা প্রদানের দাবি জানাই।
শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সিলেট জেলা মহিলা দল আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গণবিপ্লবের পর পালিয়ে যাওয়া আওয়ামিলীগ আবারো মাথা নাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। তারা দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়। তাই অতিবঃ প্রয়োজনীয় সংষ্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। একটি শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া দেশবিরোধী এসব ষড়যন্ত্র মোকাবেলা করা কঠিন হবে।
সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে মানববন্ধনটি যৌথভাবে সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপি সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা এবং মহিলা দল নেত্রী জলি পুরকায়স্থ।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা মহিলা দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক দিবা রানী দে বাবলী, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার ইয়াসমিন, জেলা মহিলা দল নেত্রী জান্নাত জামান চৌধুরী, বিলকিস আক্তার, জেলা শ্রমিক দলের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক পারভিন খান, মহিলা দল নেত্রী ডা. প্রজ্ঞা নাহিদ, রিমা বেগম, নেহারুন বেগম, সুহেনা বেগম, সায়রা বেগম, সোমা বেগম, রেবা বেগম, ফরিদা ইয়াসমিন প্রমূখ।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে কার্যকর প্রদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান।
উক্ত কর্মসূচিতে সিলেট জেলা মহিলা দলের বিভিন্ন স্থরের নেতাকর্মীবৃন্দ সহ ধর্মবর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক নারীরা অংশগ্রহণ করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স